|
|
|
|
|
|
টুকরো খবর |
নতুন জীবন বিমা |
বাজারে বিশেষ জীবন বিমা প্রকল্প এনেছে এসবিআই লাইফ ইনশিওরেন্স। মূলত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে স্মার্ট পাওয়ার ইনশিওরেন্স নামের এই প্রকল্পটি আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এটিতে লগ্নি করতে পারবেন ১৮-৪৫ বছর বয়স্করা। তবে মেয়াদ শেষের সময়ে সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছর। এখানে লগ্নি করা যাবে ১০, ১৫ বা ৩০ বছরের জন্য।
প্রকল্পটিতে দু’টি সুবিধা পাবেন গ্রাহক। প্রথমটির ক্ষেত্রে চাইলে ধাপে ধাপে বিমার অঙ্ক বাড়ানোর সুযোগ রয়েছে, অথবা প্রথম থেকেই নির্দিষ্ট অঙ্কের বিমার জন্য লগ্নি করতে পারেন। দ্বিতীয় সুবিধায় বিমাকারী চাইলে একটি নির্দিষ্ট ট্রিগার ফান্ডে লগ্নি করতে পারবেন। অথবা ৭টি ফান্ডের থেকে বেছে নিতে পারবেন যে-কোনও একটি। এখানে ন্যূনতম লগ্নি হতে হবে মাসে ২ হাজার টাকা অথবা বছরে ১৫ হাজার টাকা। এ ছাড়াও ত্রৈমাসিক অথবা ষাণ্মাষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা রয়েছে। |
|
নয়া জমা প্রকল্প |
উৎসবের মরসুমে নতুন আমানত প্রকল্প আনল ইউনাইটেড ব্যাঙ্ক। ‘ইউনাইটেড স্বর্ণ লক্ষ্মী’ নামের প্রকল্পটিতে গ্রাহক ৪৪৪ দিনের জমায় পাবেন ৯.২৫% সুদ।
প্রবীণ নাগরিকরা অতিরিক্ত
৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন
বলে জানিয়েছে ব্যাঙ্কটি। এই প্রকল্পের অধীনে মেয়াদের
আগেই টাকা তুলে নেওয়ার সুবিধা পাবেন গ্রাহক। ব্যাঙ্কটির সব ক’টি শাখাতেই সীমিত সময়ের জন্য প্রকল্পটি পাওয়া যাবে। |
|
|
|
|
|