কর্মীদের দলবদল
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
তৃণমূল বিধায়কের এলাকা থেকেই বেশ কয়েক জন তৃণমূল কর্মী হ্যান্ডবিল ছড়িয়ে যোগ দিলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চায়। মঙ্গলবার মানবাজার থানার জিতুঝুড়ি গ্রামে ঝাড়খণ্ড বিকাশ মোর্চার জেলা কমিটির সভা হয়। দলের রাজ্য কমিটির সভাপতি অজিতপ্রসাদ মাহাতো বলেন, “সভায় তৃণমূল এবং সিপিএম সমর্থক ৩৪টি পরিবারের লোকজন আমাদের দলে যোগ দিয়েছেন। তৃণমূল কর্মীর সংখ্যাই বেশি।” জিতুঝুড়িরই বাসিন্দা, তৃণমূল বিধায়ক সন্ধ্যারানি টুডু বলেন, “ওঁরা কেন তৃণমূল ছাড়লেন খোঁজ নিচ্ছি।”
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
|
চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাঝবয়সি এক পড়শিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাঁকুড়া শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সমীর মাল। মঙ্গলবার তাকে বাঁকুড়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেলহাজত হয়। শিশুটিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগ, সোমবার দুপুরে চকলেট দেওয়ার নাম করে সমীরবাবু তাঁর মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযুক্তের পরিবারের দাবি তাকে ফাঁসানো হয়েছে।
|
সিপিএমের ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পানীয় জলের দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। পুরুলিয়ার প্রাক্তন পুরপ্রধান বিনায়ক ভট্টাচার্য বলেন, “শহরে পানীয় জলের সমস্যা চললেও পুরসভা উদাসীন।” |