খানাখন্দে ভরা রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে উল্টে গেল বরযাত্রীর বাস। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার খোসবাগ প্রাথমিক স্কুলের কাছে শান্তাশ্রম-খোসবাগ রাস্তায়। আহত হন মহিলা-সহ প্রায় ৩০ জন। তাঁরা সকলেই হুগলির মুথাডাঙার বাসিন্দা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করেন। আহতদের ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুথাডাঙা থেকে বিয়েবাড়ির ওই বাসটি ইন্দাসের করিশুণ্ডায় যাচ্ছিল। এ দিন দুপুর ১২টায় খোসবাগ প্রাথমিক স্কুলের কাছে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানজমির উপরে উল্টে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। পুলিশকর্মীরা এসে আহত যাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। |
ওই বাসের আহত যাত্রী মুথাডাঙার বাসিন্দা শেখ নাজিমউদ্দিন, সাবিনা বেগম বলেন, “বাসটা জোরে চালানো হচ্ছিল। রাস্তা খারাপ থাকায় খুব ঝাঁকুনি দিচ্ছিল। চালককে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি কথা কানে তোলেননি। হঠাৎ বাসটি উল্টে যায়।” স্বাস্থ্যকেন্দ্র সূত্রের খবর, আহতেরা কমবেশি আঘাত পেয়েছেন। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।
এই দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল দশাকে দায়ী করেছেন ইন্দাস ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন। তাঁর ক্ষোভ, “দীর্ঘদিন ধরে খোসবাগ থেকে শান্তাশ্রম যাওয়ার প্রায় ১১ কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। ওই রাস্তা সংস্কারের জন্য বার বার দাবি জানানো হলেও প্রশাসনের টনক নড়েনি।” ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায়ও বলেন, “ওই রাস্তাটির অবস্থা বেশ খারাপ। রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ হবে।” পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান জোরে চালানোর জন্যই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে। |