২৫টি বাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
দিন কয়েকের প্রায় ২৫টি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ডায়মন্ড হারবার হুগলি নদী লাগোয়া খালের বাঁধ এলাকার ঘটনা। বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক দীপক হালদার এবং সেচ দফতরের আধিকারিকরা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের হুগলি নদী থেকে ওই খালটি বয়ে গিয়েছে শ্রীরামপুর মগরাহাটের দিকে। পুরভোটের পর থেকেই ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের লেনিননগরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, দিন কয়েক ধরেই ছোট, বড় বিভিন্ন বাড়িতে দেওয়াল, উঠোনে ফাটল ধরতে দেখা যাচ্ছে। অবিলম্বে খালের পাড় সংস্কার না করা হলে বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। বিধায়ক দীপক হালদার বলেন, “খালের বাঁধ দ্রুত মেরামত করে যাতে সংলগ্ন এলাকার পরিবারগুলিকে বাঁচানো যায়, সে বিষয়ে সেচ দফতরকে পদক্ষেপ করতে বলেছি।’’ ডায়মন্ড হারবার সেচ দফতরের সহকারি বাস্তুকার প্রদীপ হালদার বলেন, “খালের পাড় দ্রুত সংস্কার করার জন্য আমরা সমীক্ষা করেছি। বিষয়টি বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই যাতে কাজ শুরু করা যায় তার চেষ্টা হচ্ছে।”
|
হাবরা পুরসভার চেয়ারম্যান সুবীন, পানিহাটির স্বপন ঘোষ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সুবীন ঘোষ।—নিজস্ব চিত্র। |
তৃণমূলের দখলে থাকা হাবরা পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে ক’দিন ধরে চলছিল জল্পনা-কল্পনা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন চেয়ারম্যান হলেন সুবীন ঘোষ। পানিহাটি পুরসভার চেয়ারম্যান হলেন, স্বপন ঘোষ। মঙ্গলবার শপথ গ্রহণের পরে সুবীনবাবু জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে হাবরার উন্নয়নই হবে নতুন বোর্ডের লক্ষ্য।” তিনি বলেন, “হকার্স মার্কেট করে যানজট মুক্ত করা, গঙ্গার পরিশ্রুত জল পৌঁছে দেওয়া, বাস টার্মিনাল, নিকাশির উন্নয়মের পাশাপাশি সাংসদ ও বিধায়কের পরিকল্পনাগুলির বাস্তবায়ন করা হবে।” পানিহাটির চেয়ারম্যান স্বপনবাবু জানিয়েছেল, “পানিয় জল ও নিকাশির মতো দীর্ঘদিনের সমস্যাগুলি মেটানোই হবে নতুন বোর্ডের মূল লক্ষ্য।” হাবরা পুরসভার চেয়ারম্যান হিসেবে নাম উঠেছিল ওই পুরসভার গতবারের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক তপতী দত্তের। হাবরার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অসুস্থতার কারনেই তপতীদেবীকে দল চেয়ারম্যান করেনি।” তবে এ ব্যাপারে তপতীদেবী অবশ্য এ দিন বলেন, “দলের সিদ্ধান্তে আমি খুশি। তবে আমি অসুস্থ নই।”
|
দেগঙ্গায় হামলা ব্যবসায়ীর কারখানায়
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
হোসিয়ারি ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা চালাল এক দল দুষ্কৃতী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের সুবর্ণপুর গ্রামের কাঁঠালপাড়ায়। মতিন মণ্ডল নামে ওই ব্যবসায়ী তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। হামলার ঘটনায় অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মতিনের কারখানায় কাজ করবে বলে দিন কয়েক আগে সাহাবুদ্দিন নামে এক যুবক সাড়ে ৪ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন। অভিযোগ, কথা মতো কাজ না করায় দিন কয়েক আগে ওই যুবকের সাইকেল কেড়ে নেন মতিন। গ্রাম্য সালিশিতে বিবাদ মিটলেও উত্তেজনা ছিলই। পুলিশে দায়ের করা অভিযোগে মতিন জানান, মঙ্গলবার সকালে ওই যুবকের কাকা আয়ুব আলির নেতৃত্বে ২০-২৫ জন বোমা নিয়ে হামলা করে কারখানায়। ভাঙচুর করে। পরে বাড়িতেও ভাঙচুর-লুঠপাট করে। আয়ুব ও তাঁর ভাইপো সিপিএমের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ফলে ঘটনায় রাজনীতির রঙ লেগেছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আয়ুব।
|
অটোর ধাক্কায় মৃত্যু নাবালিকার
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালিকার। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে, বাসন্তীর কাঁঠালবেড়িয়া হাসপাতাল মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তুহিনা লস্কর (১০)। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেলে ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ অটোটিকে আটক করেছে।
|
মাঠে যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
মাঠের মধ্যে এক যুবকের দেহ উদ্ধার নিয়ে নৈহাটির শিবদাসপুরে উত্তেজনা ছড়াল। পুলিশ জানিয়েছে, বিল্টু মিস্ত্রি (৩০) নামে ওই যুবকের বাড়িও শিবদাসপুরে। মঙ্গলবার সকালে স্থানীয় একটি মাঠে তাঁর ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশের অনুমান, আক্রোশবশত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। তবে কি কারণে খুন তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন তদন্তকারীরা।
|
ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
কিশোরীকে খুনের অভিযোগে দুই ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার সকালে বসিরহাটের বড় জিরাফপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি কিশোরীর দিদির শ্বশুর ও ভাসুর। |