টুকরো খবর
কবর থেকে তোলা হল দেহ
জঙ্গিপুর মহকুমা আদালতের নির্দেশে সামসেরগঞ্জের ঘনশ্যামপুর থেকে সুহানা ইয়াসমিন (৬) নামে এক শিশুকন্যার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ। গত দেড় মাস আগে সুহানার অস্বাভাবিক মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরের এই ঘটনার পর রেমান আলি বলেন, “ দেড় মাস আগে এক প্রতিবেশির বাড়ির পাশে আমার মেয়ের দেহ পাওয়া যায়। তখনই সন্দেহ হয়েছিল মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু গ্রামের লোকজনের কথায় তখন মেয়ের দেহ কবর দিয়ে দিই। পরে জানতে পারি প্রতিবেশী এক মহিলা ও তাঁর শাশুড়ি মিলে আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির পাশে ফেলে রেখেছিল।’’ কিন্তু সুহানাকে মেরে ফেলার কারণ কী? রেমান বলেন, “ওই প্রতিবেশীর ছেলে বছর তিনেক আগে পদ্মায় ডুবে মারা যায়। তাদের সন্দেহ আমার ছেলেরা স্নান করার সময় তাকে জলে ডুবিয়ে মেরে ফেলে। সেই মিথ্যে সন্দেহে আমার মেয়েকে ওরা মেরে ফেলল।” পুলিশ জানিয়েছে, দেড় মাস আগে ময়নাতদন্ত না করিয়েই সুহানাকে কবর দেওয়া গ্রামেই। এখন তার পরিবার জঙ্গিপুর আদালতে প্রতিবেশী দুই মহিলার নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। আদালতের নির্দেশে এদিন দুপুরে ওই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার শাশ্বত মণ্ডল বলেন, “মৃতদেহটি ময়নাতদন্ত করার অবস্থায় ছিল না। তাই বহরমপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে।”

নাবালিকা অপহরণে ধৃত
নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক কিশোরকে। উদ্ধার হয়েছে ওই ‘অপহৃত’নাবালিকাকেও। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “মঙ্গলবার সকালে নদিয়ার কালীগঞ্জ থানার রায়পুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে নাজিমুদ্দিন শেখ ওরফে কালুকে। উদ্ধার হওয়া নাবালিকা এ দিন মুর্শিদাবাদের সিজেএম আদালতে গোপন জবানবন্দিও দিয়েছে। সেই সঙ্গে দুজনেরই ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।” রেজিনগরের জানপুরের বাসিন্দা ওই দু’জন প্রণয়ের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার তারা বাড়ি ছেড়ে পালায়। পরে তারা কালীগঞ্জ থানার রায়পুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। নাবালিকার বাবা রেজিনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে নাজিমুদ্দিনকে গ্রেফতার করে। পুলিশ সুপার বলেন, “ওই কিশোর-কিশোরীদের পরিচয়পত্র ছাড়াই ঘর ভাড়া দিয়ে বাড়ির মালিক ঠিক কাজ করেননি। সীমান্ত এলাকায় পরিচয়পত্র ছাড়া ঘর ভাড়া দেওয়ার প্রবণতা বিপজ্জনক হতে পারে।”

শ্যালিকাকে খুনে গ্রেফতার
শ্যালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আব্দুল খলিল সুতির খানাবাড়ি গ্রামের বাসিন্দা। সোমবার রাতে ওই বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন সুতি থানার দারিয়াপুরের কিশোরী খালিদা খাতুন। পরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের একটি আম বাগান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না আবদুল খলিলের। এর পর স্ত্রীর মামতো বোনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। ওই শ্যালিকাকে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায় ও বিয়ে করবে বলেও মনস্থির করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাদের বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ফেরার পর খালিদার অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় করে পরিবারের লোকজন। তখনই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে ধৃত স্বীকার করেছে।”

জলে পোকা, বিক্ষোভ
পানীয় জল নিয়ে অভিযোগ ছিলই বেলডাঙার বাসিন্দাদের। এ বার পুরসভার টাইম কলের জলের সঙ্গে পোকা বেরোনোর অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বেলডাঙার মাঝপাড়া ও ফুলবাসতলার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বেলডাঙা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কল থেকে জলের সঙ্গে পোকা বেরোতে থাকে। এলাকার বাসিন্দা তথা এসএফআইএর বেলডাঙা-১ নম্বর লোকাল কমিটির সম্পাদক নবাব আলি বলেন, “এলাকায় প্রায়ই জল সরবরাহ বন্ধ থাকে। তা নিয়ে বাসিন্দাদের অভিযোগ ছিলই। এ দিন জলের সঙ্গে পোকা বেরোতে থাকায় বাসিন্দারা আর ক্ষোভ চেপে রাখতে পারেননি। বিষয়টি পুরসভাকে জানানো হয়েছে।” বেলডাঙা পুরসভার পুরপ্রধান কংগ্রেসের অনুপমা সরকার বলেন, “খবর পেয়ে পাইপের ফাটল মেরামতের নির্দেশ দিয়েছি। শহরের সব কলের পাইপ বদলের ব্যবস্থার জন্য প্রায় ১০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”

ধৃত সিপিএম নেতা
দুই ভাইয়ের গণ্ডগোলে পড়শিদের হাতে নিহতের স্ত্রীকে মারধরের অভিযোগে পুলিশ মঙ্গলবার এক সিপিএম নেতাকে গ্রেফতার করল। ধৃত মোজাম্মেল হক ধুবুলিয়া লোকাল কমিটির সম্পাদক। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ধুবুলিয়ার বাগানপাড়ায় দুই ভাইয়ের মধ্যে পারিবারিক গণ্ডগোলে চলার সময় ছোট ভাই অসীম মণ্ডলের (৩৫)উপর চড়াও হন কয়েকজন প্রতিবেশী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। নিহতের স্ত্রী ললিতা মণ্ডল কয়েকজনের নামে থানায় অভিযোগ জানাতে গেলে মোজাম্মেল তাঁকে মারধর করে বলে অভিযোগ। ধৃতের অবশ্য দাবি, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হয়েছে।

হেরোইন-সহ ধৃত
দুটি পৃথক ঘটনায় লালগোলা ও রেজিনগর থানা এলাকা থেকে হেরোইন কারবারের সঙ্গে জড়িত দু’জন মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার লালগোলার তেঘরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে মুঞ্জেরা বিবি। তার কাছ থেকে ২৬৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অন্য দিকে রেজিনগরের তকিপুর বেগমপাড়া থেকে গ্রেফতার হয়েছে আফরোজা বিবি ও আজগর মল্লিক। ধৃতদের কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

গুলিতে জখম দর্জি
দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হলেন এক দর্জি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কল্যাণীর সগুনা রঘুনাথপুর মাঠপাড়ায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুষ্কৃতীরা তোলাবাজি করছিল। স্থানীয় এক দর্জির সঙ্গে বচসা বাধে। গুলি চালায় তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.