বহরমপুর থেকে প্রকাশিত হল ‘জলসিঁড়ি’ পত্রিকার ৪১তম শারদ সংখ্যা। অনুপম ভট্টাচার্য সম্পাদিত ওই সংখ্যায় রয়েছে প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ ও তাঁর সাহিত্য নিয়ে ৩টি প্রবন্ধ ও সিরাজের লেখা গল্প ‘দিওজেনিসের মৃত্যু’। রয়েছে খাজিম আহমেদ ও নারায়ণ ঘোষের লেখা ২টি প্রবন্ধ। সংখ্যাটি শারদ সংখ্যার পাশাপাশি সৈয়দ মুস্তাফা সিরাজ স্মরণ সংখ্যাও বটে। তবে সূচিপত্রে ‘দিওজেনিসের মৃত্যু’র উল্লেখ না থাকার কারণ বোঝা গেল না।
|
কান্দি থেকে প্রকাশিত লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী ও বীরেশ্বর সরকার সম্পাদিত ত্রিনয়নী পত্রিকার উদ্যোগে গত ২০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। বহরমপুর কালেক্টরেট ক্লাবে অনুষ্ঠিত ওই কবি সম্মেলনে মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলার শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। কয়েক জন কবিকে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরেশ্বর সরকার।
|
গত রবিবার খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বঙ্গীয় সংগীত কলাকেন্দ্র অনুমোদিত ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’-এর সমাবর্তন অনুষ্ঠান। ৪৪ জন শিক্ষার্থীকে শংসাপত্র এবং ৫ জনকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন ৩০ জন শিক্ষার্থী। একক আবৃত্তি করেন সংস্থার অধ্যক্ষ চন্দন দাশগুপ্ত।
|
গত ১৩ অক্টোবর, নবমীর দিন প্রকাশিত হয়েছে ছন্দা তরফদারের সাতটি বিভিন্ন স্বাদের গল্পের সংকলন ‘ফিরে দেখা’। রানাঘাটের ষষ্ঠীতলায় এক অনুষ্ঠানে গল্প সংকলন প্রকাশিত হয়। রানাঘাটের মত শহরে বসে হেঁসেল-সংসার সামলে ছন্দাদেবীর লেখনীসত্তা বাঁচিয়ে রাখার কথা উঠে এসেছে ওই অনুষ্ঠানে। |