ইডেনে লারা হয়তো তৃতীয় ও চতুর্থ দিন
ওয়াংখেড়েতে সচিনের মায়ের জন্য বিশেষ চেয়ারের বন্দোবস্ত
‘বন্ধু’ সচিন তেন্ডুলকরের ইডেনে শেষ টেস্ট ম্যাচ দেখতে শহরে আসছেন ব্রায়ান লারা। সম্ভবত ৮ এবং ৯ নভেম্বর, অর্থাৎ সচিনের ১৯৯তম টেস্টের তৃতীয় আর চতুর্থ দিন ইডেনে হাজির থাকবেন লারা। পাশাপাশি কলকাতায় থাকাকালীন বাণিজ্যিক অনুষ্ঠানেও লারাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। লারার ঘনিষ্ঠ মহলের খবর, এর পর ভোপালেও একটি বানিজ্যিক অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে বলা যায়, সচিনের বিদায়ী টেস্ট সিরিজে লারার রথ দেখা-র পাশাপাশি কলা বেচা-ও থাকবে।
অস্ত্রে শান

শেষ ক’দিনের প্রস্তুতি। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলবেন সচিন।
তারই তোড়জোড় মুম্বইয়ে। ছবি: পিটিআই।
অন্য দিকে, ওয়াংখেড়েও বসে নেই। সচিনের দুশোতম টেস্ট দেখতে তাঁর মা এই প্রথম মাঠে হাজির থাকবেন। ভিভিআইপি এনক্লোজারে যে আসনে সচিনের মা বসবেন সেটার মাপজোক এ দিন নেওয়া হয়। তাঁর হুইলচেয়ার ওয়াংখেড়েতে বসানোর বন্দোবস্ত রাখছে মুম্বই ক্রিকেট সংস্থা।
এমসিএ এ দিন সচিন তেন্ডুলকরের নামে মুম্বইয়ের একটি ক্লাবের নতুন নামকরণ করে দিল। মুম্বইয়ের কান্দিভিলি মাঠের নতুন নাম এখন সচিন তেন্ডুলকর জিমখানা। যার আনুষ্ঠানিক উদ্বোধন ১১ নভেম্বর। ২০০তম টেস্টে সচিনকে জমকালো সংবর্ধনা দেওয়ার জন্য গঠিত কমিটির প্রধান এমসিএ প্রেসিডেন্ট শরদ পওয়ার এ দিন জানান, ইডেন টেস্টের মতো সচিনের শেষ টেস্টের টিকিটেও মাস্টার-ব্লাস্টারের ছবি থাকবে। পাশাপাশি এমসিএ প্রধান আরও জানিয়েছেন, দেশ-বিদেশ থেকে টিকিটের জন্য আবেদন আসছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.