|
|
|
|
ওডাফা-নাটক চলছেই মোহনবাগানে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগানের কোটি টাকার স্ট্রাইকার ওকোলি ওডাফা। অথচ এই মরসুমে দলের জন্য তাঁর কোনও অবদান নেই।
চোটের জন্য নতুন মরসুমে একটি ম্যাচও খেলেননি। আজ বুধবার সালগাওকরের বিরুদ্ধে ওডাফাকে খেলানোর কথা ছিল করিমের। সে মতো প্ল্যানও ছকে রেখেছিলেন। কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলনে এসে হঠাৎ করেই ওডাফা করিমকে জানান, তাঁর পায়ের ব্যথা বেড়েছে। অনুশীলন না করে ডাক্তার দেখাতে যান তিনি। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করে ঊরুর পেশিতে জমে থাকা ‘ফ্লুয়িড’ বার করে দেওয়া হয়েছে ওডাফার। মোহনবাগানের অন্যতম কর্তা দেবাশিস দত্ত বললেন, “সকালে ওডাফা কোচকে জানিয়েছে ওর পায়ে ব্যথা পুরো কমেনি। তারপরই ডাক্তারের কাছে গেলে একটি ছোট অস্ত্রোপচার করতে হয়। মাঠে ফিরতে হয়তো সাত দিন সময় লাগবে।”
এর আগেও স্পোর্টিং ম্যাচে ওডাফাকে ২০ মিনিটের জন্য হলেও খেলাতে চেয়েছিলেন করিম। কিন্তু ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অনুশীলনের সময় নতুন করে পায়ে টান ধরে ওডাফার। স্পোর্টিং ম্যাচ জঘন্য ভাবে হারতে হয়েছিল মোহনবাগানকে। এ বার ডেরেক পেরেরার দলের বিরুদ্ধেও একই সমস্যায় পড়েছেন করিম বেঞ্চারিফা। ওডাফাকে খেলাতে পারবেন বলে সোমবার যতটা চনমনে ছিলেন মরক্কান কোচ, মঙ্গলবার অনুশীলনে গিয়ে দেখা গেল ততটাই মুষড়ে পড়েছেন। একদিন আগের সেই চনমনে ভাবটাই উধাও। মঙ্গলবার অনুশীলেনের পর হতাশ গলায় বললেন, “ওডাফাকে না পাওয়া গেলে কিছু তো করার নেই। বাকিদের গোল করতে হবে। সালগাওকর ভাল টিম। ওদের বিরুদ্ধে সেরাটা দিতে হবে।”
|
পুরনো খবর: সালগাওকর ম্যাচে নামছেন ওডাফা |
বুধবারের আই লিগ
মোহনবাগান : সালগাওকর (যুবভারতী, ৫-০০),
বেঙ্গালুরু এফসি : ডেম্পো (বেঙ্গালুরু, ৩-৩০),
মুম্বইএফসি : শিলং লাজং (পুণে, ৭-০০) |
|
|
|
|
|