চোট সারিয়ে করিম বেঞ্চারিফার প্রাক্তন ক্লাব সালগাওকরের বিরুদ্ধে মাঠে নেমে পড়ছেন ওকোলি ওডাফা।
প্রায় দেড় মাস আগে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মোহন অধিনায়ক। অবশেষে বুধবার আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামবেন ওডাফা। স্বভাবতই দুশ্চিন্তার কালো মেঘ কাটিয়ে আলোর সন্ধান পেলেন করিমও। বললেন, “ওডাফার দলে ফেরাটা আমাদের জন্য সুখবর। ওর মতো ফুটবলার থাকলে বাকিদের চাপ অনেকটাই কমে যায়।” |
স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে শনিবারই মাঠে নামার কথা ছিল ওডাফার। কিন্তু তার ঠিক ৪৮ ঘণ্টা আগে নতুন করে পায়ে টান ধরায় আর মাঠে নামা হয়নি সবুজ-মেরুন গোলমেশিনের। সোমবার আইএফএ-তে সই করার পর ওডাফা বললেন, “মাঠের নামার জন্য আমি মুখিয়ে আছি। চোটের জন্য অনেক দিনই মাঠের বাইরে রয়েছি। এই মরসুমে একটি ম্যাচও খেলতে পারিনি। তবে এ বার নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চাই। এই মুহূর্তে আমাদের দল ভাল জায়গায় নেই। তবে আই লিগ সবে শুরু হয়েছে। এখন থেকেই ঘুরে দাঁড়ালে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারব।”
এ দিকে সোমবার সকালে অনুশীলনের পর মোহনবাগানের অন্যতম কর্তা দেবাশিস দত্ত কোচ ও ফুটবলারদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। ফুটবলারদের কোথায় সমস্যা হচ্ছে তা যেমন জেনে নেওয়ার চেষ্টা করেন, তেমনই দলকে ঘুরে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধও করেন। এ দিকে কাতসুমির সঙ্গে ফুটবলারদের যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাও এ দিন মিটমাট করে দেন দেবাশিসবাবু। জাপানি এই মিডিও-র বিরুদ্ধে বাগানের অনেক ফুটবলারের অভিযোগ ছিল, কাতসুমি সহজে বল ছাড়েন না। কাউকে পাস দিতে চান না। শেষ ম্যাচে সাবিথের সঙ্গেও সমস্যা হয়েছিল তাঁর। ফুটবলারদের সঙ্গে আলোচনার পর দেবাশিসবাবু বলেন, “কাতসুমির সঙ্গে আমি আলাদা করে কথা বলেছি। ও দোষ স্বীকার করেছে।”
|