ফার্গুসনের চাঞ্চল্যকর আত্মজীবনী
‘রোনাল্ডোকে বলেছিলাম ক্লাব ছাড়লে গুলি করব’
দুই মহাতারকা। দুই কিংবদন্তি। একজন বিশ্বফুটবলের প্রাক্তন ‘গ্ল্যামার আইকন’। অন্য জন বর্তমান ফুটবলবিশ্বের রাজপুত্র। খেলার ধরনে ও ব্যক্তিগত স্বভাবে দু’জনে দুই মেরুর। কিন্তু ডেভিড বেকহ্যাম এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে মিল রয়েছে একটা জায়গায়। দু’জনেই স্যর অ্যালেক্স ফার্গুসনের প্রাক্তন ছাত্র।
কোচিং জীবনে দু’জনকে নিয়েই কাজ করেছেন ফার্গুসন। এবং তাঁর বিস্ফোরক আত্মজীবনী ‘ফার্গুসন: মাই অটোবায়োগ্রাফি’-তে দুই প্রাক্তন ছাত্রকে নিয়ে অনেক অজানা তথ্য ফাঁস করলেন ফার্গি।

বই প্রকাশ অনুষ্ঠানে ফার্গুসন।
রোনাল্ডো সম্পর্কে যে রকম আপ্লুত হতে দেখা গিয়েছে, বেকহ্যাম সম্পর্কে কিন্তু ততটাই ‘ঠান্ডা’ ম্যাঞ্চেস্টারের প্রাক্তন বস। বলেছেন, রোনাল্ডো তাঁর কোচিং জীবনে দেখা ‘সেরা প্রতিভা’। আর বেকহ্যাম সম্পর্কে উপলব্ধি, এমন এক ফুটবলার যিনি মনে করেছিলেন সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠাটা ফুটবল খেলার থেকে বেশি জরুরি।
সিআর সেভেনের প্রশংসা করে ফার্গি লিখেছেন, “একবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আমার দলের বিরুদ্ধে স্পোর্টিং লিসবনের ম্যাচ ছিল। সেই ম্যাচেই রোনাল্ডো আমার দলের ডিফেন্সকে নাজেহাল করে দেয়। ওকে দেখে আমি চিফ এগজিকিউটিভ পিটার কেনিয়নকে বলি, এই ছেলেটাকে সই না করালে আমি মাঠ ছাড়ছি না।”
২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড-পর্তুগাল ম্যাচে রেফারিকে উসকে রুনিকে লাল কার্ড দেখাতে সাহায্য করেন রোনাল্ডো। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে রোনাল্ডোর আর ইংল্যান্ডে থাকা নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। ফার্গুসন সেই প্রসঙ্গ টেনে এনে লেখেন, “ওই ঘটনার পরে রোনাল্ডো ভেবেছিল আর হয়তো ইংল্যান্ডে থাকতে পারবে না। কিন্তু রুনি আমাকে সাহায্য করে রোনাল্ডোকে বোঝাতে যে লাল কার্ড বিতর্ক নিয়ে ও-র পাশে আছি আমরা।”

ফ্ল্যাশব্যাক: জুতোর ঘা খাওয়ার পর বেকহ্যাম।
আর রিয়াল মাদ্রিদ বিতর্ক? ২০০৯ সালে রেকর্ড দামে রিয়ালে রোনাল্ডোকে সই করার পিছনে গোপন তথ্যও ফাঁস করলেন ফার্গি। বলেন, “রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট রোমান ক্যাল্ডেরন যখন ২০০৮ সালে প্রচারমাধ্যমের সামনে বলে যে খুব শীঘ্রই ওদের ক্লাবে সই করতে চলেছে রোনাল্ডো, তখন আমি খুব চটেছিলাম। এমনকী রোনাল্ডোকে আমি বলেছিলাম যে, এক বছর পরে তোমায় বিক্রি করব কিন্তু এখন কোনওমতেই অনুমতি দিতে পারলাম না ক্লাব ছাড়ার। তোমায় গুলি মারব তবুও বিক্রি করব না।”
দীর্ঘ দশ বছর ফার্গুসনের কোচিংয়ে বহু ট্রফি জিতেছেন বেকহ্যাম। কিন্তু ২০০৩ সালে ক্লাব ছাড়ার কয়েক বছর আগের থেকেই বেকহ্যাম-ফার্গুসন সম্পর্কে চিড় ধরে। এমনকী আর্সেনালের সঙ্গে এফএ কাপ ম্যাচের পরে ড্রেসিংরুম ঝামেলায় বেকহ্যামের মুখে বুট ছুড়ে মারেন ফার্গুসন। সেই কুখ্যাত ঘটনা নিয়ে ফার্গুসন লিখেছেন, “বেকহ্যাম আমার সঙ্গে ঝামেলা করতে শুরু করে। আমার পায়ের কাছে ছিল ১২ জোড়া বুট। রেগে গিয়ে একটাতে লাথি মারি। দুর্ভাগ্যবশত সেটা বেকহ্যামের মুখে গিয়ে লাগে।”

রোনাল্ডোর সঙ্গে।
সঙ্গে ফার্গুসন আরও যোগ করেন, “বেকহ্যাম এমন একজন ফুটবলার ছিল যার কাছে ফুটবল খেলার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল জনপ্রিয় হওয়া। কোনও ফুটবলার নিজেকে ক্লাবের থেকে বেশি বড় ভাবলেই সমস্যা।” আর রুনি? বর্তমান ম্যান ইউ দলের বিতর্কিত স্ট্রাইকার নিয়ে ফার্গি বলেছেন, “এটা ঠিক রুনি ক্লাব ছাড়তে চেয়েছিল। আমি নিজেই হতবাক হয়ে গিয়েছিলাম ও-র সিদ্ধান্তে। বলেছিলাম বাজে কথা না বলে ক্লাবকে শ্রদ্ধা করো।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.