সেবাইতের গলায় ছুরি ধরে মন্দিরে লুঠ চুঁচুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
কাকভোরে মন্দিরে ঢুকে সেবাইতের গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে বিগ্রহের গয়না এবং প্রণামীর টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ঠাকুরগলিতে বলরামজিউ মন্দিরে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে আসে। রাত পর্যন্ত অবশ্য ওই ঘটনায় যুক্ত কোনও দুষ্কৃতী ধরা পড়েনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ভোর ৪টে নাগাদ প্রধান সেবাইত ব্রজগোপাল ব্রহ্মচারী মন্দিরে এসে ঝাড়পোঁছ করে পুজোর জোগাড় করেন। এ দিনও তিনি ওই সময়ে মন্দিরে আসেন। অভিযোগ, সে সময়ে ৫-৬ জন দুষ্কৃতী হাতে ছুরি নিয়ে মন্দিরে হানা দেয়। তাদের মতলব বুঝতে পেরে ব্রজগোপালবাবু বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন এক জন তাঁর গলায় ছুরি ঠেকায়। এর পরে ভয়ে আর সাড়াশব্দ করার সাহস পাননি তিনি। দুষ্কৃতীরা বিগ্রহের গা থেকে সোনার জিভ, হার, মুকুট এবং অন্যান্য রুপোর জিনিস খুলে নেয়। প্রণামী বাক্স থেকে নগদ টাকাও হাতিয়ে নেয় তারা। ‘অপারেশন’ সেরে বিনা বাধায় চম্পট দেয়। পরে খবর যায় চুঁচুড়া থানায়।
ব্রজগোপালবাবুর অভিযোগ, “কয়েক লক্ষ টাকার গয়না ওরা নিয়ে গিয়েছে।” তদন্তকারী এক পুলিশ অফিসার বলেন, “ঘটনা দেখে মনে হচ্ছে, মন্দির কখন খোলা হয়, দুষ্কৃতীরা তা জানত। অত ভোরে মন্দিরের ধারেকাছে লোক ছিল না। তার ফলেই সহজে ওই দুষ্কর্ম করে পালায় তারা।” দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। |