এখনও খোঁজ নেই ডোমজুড়ের যুবকের
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
অপহৃতের মোবাইল থেকেই মুক্তিপণ চেয়ে ফোন এল বাড়িতে। পুলিশ জানিয়েছে, ডোমজুড়ের বিপ্রন্নপাড়ার বাসিন্দা বছর সাতাশের সঞ্জয় নস্কর গত ১ অক্টোবর থেকে নিখোঁজ। মুম্বইতে স্বর্ণশিল্পে কাজ করেন তিনি। দুর্গাপুজো উপলক্ষে বাড়ি ফিরেছিলেন। ১ অক্টোবর রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। ৩ অক্টোবর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। গত ২০ অক্টোবর সঞ্জয়ের মোবাইল ফোন থেকেই তার বাড়িতে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে।
|
ভোটে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • জাঙ্গিপাড়া |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাঙ্গিপাড়ার ফুরফুরায় নারায়ণী বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল। আগামী ১০ নভেম্বর ভোটের দিন। সোমবার, তবে মনোনয়ন জমার শেষ দিনেও অন্য কেউ প্রার্থী দেয়নি। পরিচালন সমিতি ছিল সিপিএমের দখলে।
|
বৈদ্যবাটিতে গান
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
হুগলির নসিবপুরের ডাক্তার বৈদ্যনাথ মুখার্জি স্মৃতি সংসদ, ব্যারাকপুর শিল্প সংহতি এবং বৈদ্যবাটি সঙ্গীত অ্যাকাডেমির উদ্যোগে সম্প্রতি এক সঙ্গীতানুষ্ঠান হয় কলকাতার শিশির মঞ্চে। দৃষ্টিহীন শিল্পীরাও যোগ দেন।
|
হাওড়ায় কেএমডিএ-র বেলগাছিয়া পাম্পিং স্টেশনের সংরক্ষিত এলাকা থেকে মঙ্গলবার এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম মনোজ সাউ (২৫)। বাড়ি বেলগাছিয়ার চকপাড়া মনসাতলায়। এ দিন সন্ধ্যায় যখন কর্মীরা ফিল্টার পরিষ্কারের কাজ করছিলেন তখন দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেউ খুন করার জন্য মাথায় আঘাত করেছে, না উপর থেকে পড়ে ওই ক্ষত তা ময়না-তদন্তের আগে পরিষ্কার বলা যাবে না। পুলিশ জানায়, স্থানীয় একটি কারখানার কর্মী ওই যুবক এ দিন দুপুরে কাজে বেরোনোর পর থেকেখোঁজ মিলছিল না তাঁর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। |