তরুণীর হাতে কামড়, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা |
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে সঙ্গীর সঙ্গে হাঁটছিলেন এক তরুণী। তাঁদের সামনে এলেন এক মহিলা ভবঘুরে। তরুণীর কাছে টাকা চেয়ে না পেয়ে তাঁর হাত কামড়ে দিলেন তিনি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। হেস্টিংস থানার পুলিশ সোমা সাহা নামে ওই ভবঘুরেকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ভিক্টোরিয়ার ভিতরে ভিক্ষা করেন। পুলিশ জানায়, সোমবার বিকেলে এক বন্ধুর সঙ্গে সেখানে ঘুরতে এসেছিলেন গিরিশ পার্কের বাসিন্দা ওই তরুণী। ওই তরুণীর অভিযোগ, উত্তর গেটের কাছে সোমা দু’জনকে আটকে জোর করে টাকা চাইতে থাকেন। টাকা দিতে না চাওয়ায় সোমা হঠাৎ তাঁর ডান হাত কামড়ে দেন।
|
বেলেঘাটার জিতু হেলা হত্যাকাণ্ডে যুক্ত অভিযোগে গ্রেফতার হল আরও এক জন। ধৃতের নাম, কুলদীপ পাওয়ার ওরফে জ্যাকি। পুলিশ জানায়, সোমবার রাতে জ্যাকিকে এন্টালির ইসমাইল স্ট্রিট থেকে ধরা হয়েছে। এর আগে অর্জুন সিংহকে গ্রেফতার করা হয়েছিল। বেলেঘাটার বাসিন্দা জিতু হেলা সপ্তমীর রাত থেকে নিখোঁজ ছিলেন। পাঁচ দিন পরে ধাপার কাছে একটি খাল থেকে তাঁর দেহ মেলে। এর পরেই গ্রেফতার হয় জিতুর সঙ্গী অর্জুন। পুলিশের দাবি, ওই দিন জিতুকে খুন করার কাজে অর্জুনকে সাহায্য করেছিল জ্যাকি।
পুরনো খবর: অপহরণের অভিযোগ |
প্রায় দু’লক্ষ টাকার মাদক-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায়, গার্ডেনরিচ থানা এলাকায়। ধৃত মহম্মদ রোগান (২৪) ওই এলাকারই বাতিকল ফার্স্ট লেনের বাসিন্দা। পুলিশ জানায়, মাদক পাচারকারী ওই যুবককে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এ দিন তাকে ধরে। ধৃতের কাছ থেকে ১১৩টি পুরিয়ায় মোট ১৬ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
শহরে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরপুকুরের পঞ্চাননতলা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়। মৃতের নাম দেবেন্দ্রনাথ গিরি (৭৪)। পুলিশের অনুমান, তিনি দীর্ঘ দিন ধরে অবসাদে ভুগছিলেন। অন্য দিকে, সোমবার রাতে হরিদেবপুরের চকঠাকুরানি এলাকা থেকেও এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গৌতম চট্টোপাধ্যায় নামে ওই ব্যাক্তিকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখেন পরিজনেরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
কয়েক লক্ষ টাকা মূল্যের ঘড়ি চুরির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃত যুবকের নাম বাচ্চু বন্দোপাধ্যায়। বাড়ি লেক থানার পঞ্চাননতলায়। পুলিশ জানায়, সোমবার টালিগঞ্জ থানার সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা এক চিকিৎসক অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে হিরে বসানো কয়েক লক্ষ টাকার দু’টি ঘড়ি উধাও। সন্দেহের তির এক ঠিকা শ্রমিকের দিকে। তদন্তে নেমে সোমবার রাতে পেশায় শ্রমিক বাচ্চুকে ধরা হয়। তার থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের একটি ঘড়িও উদ্ধার হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। সোমবার রাতে ধর্মতলার নিউরোডে। মৃতের নাম রামেশ্বর পাণ্ডে। বাড়ি এন্টালি এলাকায়। গাড়ির ধাক্কায় গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
|
একটি যাত্রিবাহী বাসে আগুন লেগে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। তবে কেউ জখম হননি। মঙ্গলবার, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন চিংড়িহাটার কাছে সুকান্তনগরে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলকর্তাদের অনুমান, ইঞ্জিন গরম হয়ে গিয়ে এই বিপত্তি।
|
জলের চাপে ভেঙে পড়েছে রাজ্যের জলসম্পদমন্ত্রী সৌমেন মহাপাত্রের ঘরের ফল্স সিলিংয়ের কিছুটা অংশ। কয়েকদিনের বৃষ্টিতে ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছিল মহাকরণের তিনতলার ওই ঘরে। তার জেরে সোমবার ওই ঘটনা। জলে ভেসে যায় ঘর। মঙ্গলবার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। এ দিন ওই ঘরেই কাজ করেন সৌমেনবাবু।
|
৭ নভেম্বর থেকে বাড়ছে মেট্রোর ভাড়া |
|
দূরত্ব |
ভাড়া |
|
যা ছিল |
যা হল |
৫-১০ |
৪ |
৫ |
৫-১০ |
৬ |
১০ |
১০-১৫ |
৮ |
১৫ |
১৫-২০ |
১০ |
১৫ |
২০-২৫ |
১২ |
২০ |
২৫-৩০ |
১৪ |
২৫ |
* দূরত্ব কিলোমিটারে, ভাড়া টাকায় |
|