ঘুষ নিতে গিয়ে ফের হাতেনাতে ধরা পড়ল কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টর। মঙ্গলবার বিকেলে গড়িয়াহাট থেকে তাকে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার অফিসারেরা। পুলিশ জানায়, ধৃত এসআই সৌমেন দাস কসবা থানায় কর্মরত। মাস ছয়েক আগে দুর্নীতি দমন শাখার গোয়েন্দারাই লালবাজারের সামনে থেকে ঘুষ নেওয়ার সময়ে কলকাতা পুলিশের ইনস্পেক্টর বলাই সাঁপুইকে গ্রেফতার করেন। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কয়েক লক্ষ টাকাও। পুলিশ জানায়, কসবা থানা এলাকার বিবি চ্যাটার্জি স্ট্রিটের একটি বাড়ির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সম্প্রতি উত্তম সাহা নামের এক প্রোমোটার আদালতের নির্দেশে ওই বাড়ির মালিকানা পান এবং সেখানে একটি বহুতল তৈরি করবেন ঠিক করেন। কিন্তু উত্তমবাবু ওই জমি বা বাড়ির দখল নিতে পারছিলেন না। দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের কাছে তিনি অভিযোগ করেন, বাড়ি পুনরুদ্ধারের জন্য কসবা থানায় গেলে এসআই সৌমেন দাস তাঁর কাছে ৩০ হাজার টাকা চায়। রাজ্য দুর্নীতি দমন শাখা সূত্রের খবর, মঙ্গলবার উত্তমবাবু টাকা দিতে সৌমেনকে গড়িয়াহাটে ডেকে পাঠান। সেখানে সাদা পোশাকে ছিলেন দুর্নীতি দমন শাখার অফিসারেরাও। প্রোমোটারের কাছ থেকে ২৮ হাজার টাকা নেওয়ার সময়ে সৌমেনকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। আজ, বুধবার তাকে আদালতে পেশ করা হবে।
পুলিশ জানায়, যে জমি নিয়ে গণ্ডগোল এক সময়ে সেটির তদন্তকারী অফিসার ছিল সৌমেন। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে সে জমির দখল নিতে বাধা দিচ্ছিল। দীর্ঘদিন ধরে নিজের সম্পত্তি দখল নিতে না পেরেই শেষে ওই প্রোমোটার দুর্নীতি দমন শাখায় যান।
এক তদন্তকারী অফিসার জানান, বেলঘরিয়ার বাসিন্দা সৌমেন ২০১০ সালে কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর পদে যোগ দেন। তার সম্পত্তির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। |