টুকরো খবর
লগ্নিকারীর সুরক্ষায় বাজার থেকে তোলা
টাকায় বাধ্যতামূলক বিমার প্রস্তাব
বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারণার হাত থেকে লগ্নিকারীদের সুরক্ষিত রাখতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। জনসাধারণের কাছ থেকে টাকা তুলতে চাইলে বাধ্যতামূলক ভাবে এ বার সংশ্লিষ্ট সংস্থাকে সেই সব আমানত বিমার আওতায় আনার প্রস্তাব দিয়েছে তারা। সেই অনুযায়ী বিমার টাকা মেটাতে না-পারলে জরিমানা হিসেবে তার উপর বার্ষিক ১৮% পর্যন্ত সুদ গুনতে হবে। আমানতের উপর কোনও আর্থিক সংস্থা বিমা না-করালে জরিমানা বাবদ বার্ষিক ১৫% পর্যন্ত সুদ মেটাতে হবে। নতুন কোম্পানি আইনের খসড়াতেই এই প্রস্তাব আছে। বলা হয়েছে, বিপুল সুদের প্রতিশ্রুতি দিয়ে টাকাও তোলা যাবে না। দেওয়া যাবে না রিজার্ভ ব্যাঙ্ক নিধারিত হারের থেকে বেশি এজেন্ট কমিশনের প্রস্তাবও। কোম্পানি বিষয়ক মন্ত্রক এই খসড়া বিধি মঙ্গলবার প্রকাশ করে। মন্ত্রক জানিয়েছে, সংস্থা ছাড়াও জরিমানা করা হবে তার প্রতিটি অফিসার, কর্মীকে, যাঁরা এমন প্রতারণার সঙ্গে যুক্ত থাকবেন। জরিমানার অঙ্ক ১০ হাজার কোটি টাকা।

দর কমাতে পেঁয়াজ আমদানির ইঙ্গিত কেন্দ্রের
পেঁয়াজের দাম অভূতপূর্ব ভাবে বাড়ায় আমদানির কথা ভাবতে বাধ্য হল কেন্দ্র। আজ দিল্লির কোনও কোনও অংশে পেঁয়াজের কেজি প্রতি দাম দাঁড়িয়েছে ৯০ টাকা। পরিস্থিতি নিয়ে কৃষিমন্ত্রী শরদ পওয়ারের সঙ্গে আজ আলোচনায় বসেন খাদ্যমন্ত্রী কে ভি টমাস। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, পেঁয়াজ রফতানি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। তবে মিশর, চিন ও পাকিস্তান থেকে আমদানির কথাও ভাবা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার বক্তব্য, “দেশে যথেষ্ট পেঁয়াজ মজুত আছে। মজুতদারদের জন্যই বাজারে কৃত্রিম অভাব তৈরি হয়েছে। দামও বেড়েছে। রাজ্যগুলির উচিত মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।” তবে খাদ্যমন্ত্রীর মতে, এই পরিস্থিতির জন্য শুধু মজুতদাররা দায়ী নয়। মহারাষ্ট্র, গুজরাত ও রাজস্থানে অসময়ে বৃষ্টি হওয়ায় শস্যের ক্ষতি হয়েছে। তার ফলেও পেঁয়াজের দাম বেড়েছে। দিল্লিতে দর বাড়লেও পশ্চিমবঙ্গে খুচরো বাজারে তা ৬০ থেকে ৭০ টাকার মধ্যেই রয়েছে বলে বাজার সূত্রের খবর। পণ্য বাজার বিসেষজ্ঞ ও রাজ্য সরকারের উপদেষ্টা শিবু মালাকার জানান, দাম এখনই আর বাড়ার সম্ভাবনা নেই বলেই ধারণা ব্যবসায়ীদের।

পুরনো খবর:
ট্যাবলেট কম্পিউটার নোকিয়া, স্যামসাঙের
অ্যাপল, স্যামসাং-এর সঙ্গে যুদ্ধে পাল্লা দিতে এই প্রথম ট্যাবলেট কম্পিউটার আনল নোকিয়া। এ দিকে, ট্যাবলেটের এই যুদ্ধে নিজেদের তূণ থেকে নয়া অস্ত্র বার করল স্যামসাং-ও। মঙ্গলবারই দক্ষিণ কোরীয় সংস্থাটি ভারতে এনেছে নয়া গ্যালাক্সি নোট ১০.১ ট্যাবলেট কম্পিউটার। মাইক্রোসফট উইন্ডোজ প্রযুক্তি চালিত নোকিয়ার ১০ ইঞ্চির ‘লুমিয়া ২৫২০’ ট্যাবলেটে আছে ৪জি সংযোগ। দাম ৩১ হাজার টাকা)। কি-বোর্ড নিলে ৪০ হাজার টাকা। মঙ্গলবার আত্মপ্রকাশ করলেও, কবে এটি বাজারে আসবে, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সংস্থা। লুমিয়া ও আশা ব্র্যান্ডের আরও ৫টি নতুন স্মার্ট ফোনও এনেছে ফিনল্যান্ডের এই সংস্থা। এ দিকে, স্যামসাঙের ট্যাবলেট কম্পিউটারে আছে আরও উন্নত সুরক্ষা ব্যবস্থা স্যামসাং নক্স, নয়া প্রযুক্তির প্রসেসর, ৩ জিবি র্যাম। দাম ৪৯,৯৯০ টাকা।

নয়া মিউচুয়াল ফান্ড
বাজারে নতুন ট্রিগার ফান্ড আনল ইউনিয়ন কেবিসি মিউচুয়াল ফান্ড। ইউনিয়ন ব্যাঙ্কের শাখা সংস্থাটি জানিয়েছে, ‘ইউনিয়ন কেবিসি ট্রিগার ফান্ড সিরিজ-১’ একটি ক্লোজ এন্ডেড ইক্যুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড। মেয়াদ তিন বছর। বেশি ঝুঁকির এই ফান্ডে ন্যূনতম লগ্নির পরিমাণ ৫,০০০ টাকা। আর মূল দাম ১০ টাকা। ফান্ডটি এসঅ্যান্ডপি বিএসই ২০০ সূচককে অনুসরণ করে এগোবে। তবে ঋণপত্র ও অন্যান্য ক্ষেত্রেও লগ্নি করা হতে পারে। ৩ বছরের মধ্যে এর ন্যাভ ইউনিট পিছু ১৩ টাকা (ট্রিগার লেভেল) পেরিয়ে গেলে ফান্ডটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। না হলে, ৩ বছর মেয়াদ শেষে ফান্ডটি ভাঙানো যাবে।

ব্ল্যাকবেরির পরিষেবা
এ বার আই ফোন ও অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত স্মার্ট ফোনেও ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার (বিবিএম) পরিষেবার রাস্তা খুলে দিল কানাডার মোবাইল নির্মাতা সংস্থাটি। গুগল প্লে, অ্যাপলের অ্যাপ স্টোর এবং স্যামসাং-এর নির্দিষ্ট কিছু অ্যাপ স্টোর থেকে এই পরিষেবা ডাউনলোড করা যাবে। আগেই নিজেদের সংস্থা বাদে অন্য স্মার্ট ফোনে বিবিএম আনার কথা জানিয়েছিল ব্ল্যাকবেরি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.