পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পাঠভবনের প্রাক্তন ছাত্র সবুজ মাজিকে খুনের তন্তে পুলিশি নিষ্ক্রিতার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার তাঁরা জেলা পুলিশ সুপার সি সুধাকরকে গণস্বাক্ষরিত চিঠি দেন। চিঠির কপি পাঠানো হয়েছে মানবাধিকার কমিশন, এলাকার বিধায়ক তথা মন্ত্রী, বাম সাংসদ ও বোলপুরের এসডিপিওকে। পুলিশ সুপার, “পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ ঠিক নয়। গোটা ঘটনার আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর রাতে শান্তিনিকেতন লাগোয়া পাড়ুই থানার কোপাই নদীর সেতুর কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সবুজ মাজি নামে ওই যুবককে। ওই রাতে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। ঘটনার এক মাস পরেও ঘটনার কোনও কিনারা হয়নি বলে অভিযোগ। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার বোলপুরের এসডিপিও দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পুরনো খবর: ক্যামেরা বাঁচাতে গিয়ে যুবক খুন
|
ওসিদের বদল
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
জেলার বেশ কয়েকটি থানার ওসিদের রদবদল হল। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশে কাঁকরতলা, খয়রাশোল, দুবরাজপুর, ইলামবাজার, মহম্মদবাজার, সাঁইথিয়া, লাভপুর এবং নানুর থানার ওসিদের থানা বদল হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। এটা রুটিন বদলি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সি সুধাকর। |