টুকরো খবর
শতবর্ষের নাট্যোত্‌সব
একশো বছর আগে গ্রামে প্রথম নাটক মঞ্চস্থ করেন গ্রামেরই শিল্পীরা। সিহারশোল গ্রামে ‘সিংহ-বধ’ নামে সেই নাটকই ছিল প্রথম মঞ্চস্থ নাটক। এ বছর গ্রামবাসীরা পালন করছেন নাট্যোত্‌সবের শততম বর্ষ। সিহারশোল স্পোটর্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামের ১৫৬ জন অভিনেতা ৬ দিনের নাট্য উত্‌সবে ১৮টি নাটক মঞ্চস্থ করলেন। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায় বুধবার নাট্য উত্‌সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উত্‌সব শেষ হয় সোমবার। গ্রামেরই প্রয়াত নাট্যকার ভীরেন্দ্র ঘটকের জন্ম শতবর্ষে তাঁর লেখা ‘মো-সাহেব’ নাটকের মধ্যে দিয়ে উত্‌সবের সূচনা হয়। অভিনয় করেন শিশু শিল্পীরা। এ ছাড়াও খুদেরা ‘ধর্মের কল বাতাসে নড়ে’ নামে একটি নাটক পরিবেশন করে। গ্রামের মহিলা শিল্পীরা মঞ্চস্থ করেন ‘প্রহসন’ নামে একটি নাটক। ২৫ বছর ধরে যে সমস্ত নাটকে অভিনয় করে সম্মানিত হয়েছেন, তার মধ্যে এ বছর বেশ কিছু নাটক পরিবেশন করেন গ্রামের বড়রা। প্রথম দিন গ্রামের ২০ জন প্রবীণ অভিনেতাকে সংবর্ধনা জানান গ্রামের ২০ জন নবীন অভিনেতা। গ্রামের প্রবীণ নাট্য পরিচালক নিশীথ ঘটক, নীলাঞ্জনা ঘটক, মুরারীমোহন হাজরা, নাট্যকার মন্ময় কাঞ্জিলাল, অভিনেতা জ্যোতির্ময় কাঞ্জিলালরা জানান, স্বাধীনতা সংগ্রামে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে গ্রামে নাট্যচর্চা শুরু হয়েছিল একশো বছর আগে। আর এখন তাঁদের গ্রাম নাটকের গ্রাম হিসেবে এলাকায় পরিচিত।

মিড-ডে মিলের চাল চুরি, ধৃত
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে বুদবুদ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে সোদপুর মানা থেকে সত্যনারায়ণ চৌধুরী মাল্যা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। চার দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, সোদপুর মানার হিন্দি শঙ্করজি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সিদ্ধেশ্বরী কোলে বুদবুদ থানায় লিখিত অভিযোগে জানান, তাঁদের কেন্দ্র থেকে মজুত রাখা মিড-ডে মিলের চাল, ডাল, সর্ষের তেল দুষ্কৃতীরা চুরি করে নিয়েছে। ফলে রান্না করা সম্ভব হচ্ছে না তাঁদের। তদন্তে নেমে পুলিশ সত্যনারায়ণবাবুর বাড়ির থেকে ২০ কিলোগ্রাম চাল উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা হবে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না।

অবৈধ কয়লা বোঝাই লরি আটক
অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করল দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার দুর্গাপুরের আমরাই মোড় থেকে ওই লরি আটক করা হয়। লরিটির থেকে ১৫ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের নাম মীর আমানত, শেখ সুলেমান ও শেখ আতাউর। মীর আমানত বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। অন্য দু’জনের বাড়ি ফরিদপুর (লাউদোহা) থানার আরতি গ্রামে।

বাজি বাজেয়াপ্ত
একটি বাস থেকে ১৫ প্যাকেট অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ। মঙ্গলবার ২ নম্বর জাতীয় সড়কের পানাগড়ের দার্জিলিং মোড় থেকে ওই বাজি উদ্ধার হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বাসটি কলকাতা থেকে রাঁচি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিং মোড়ে বাসটিতে অভিযান হয়। তবে কে বা কারা ওই বাজি নিয়ে যাচ্ছিল পুলিশ তা জানতে পারেনি।

ট্রাক্টর দুর্ঘটনা
মঙ্গলবার বিকেলে বুদবুদে তিলডাঙা মোড় সংলগ্ন এলাকায় বিকাশ মশানের তোলা ছবি।
মঙ্গলবার বিকেলে ২ নম্বর জাতীয় সড়কে বুদবুদের তিলডাঙা মোড়ে উল্টে গেল প্যান্ডেলের সরঞ্জাম বোঝাই একটি ট্রাক্টর। জখম হন চালক ও আরও তিনজন মণ্ডপ তৈরির কর্মী। বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের বর্ধমানমুখী রাস্তাটি। পুলিশ এসে বর্ধমানমুখী গাড়িগুলি দুর্গাপুরমুখী রাস্তা দিয়ে পার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শী অজিত কেশ জানান, একটি লরি পাশ কাটানোর সময় ট্রাক্টরটিকে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.