ছপরা কাণ্ডে চার্জশিট
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ছপরার প্রাথমিক স্কুলে বিষাক্ত মিড ডে মিল কাণ্ডে ধৃত প্রধান শিক্ষিকা মীনাদেবী এবং তাঁর স্বামী অর্জুন রাইয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিল পুলিশ। দু’জনের বিরুদ্ধেই খুন এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। ১৬ জুলাই ছপরার ধর্মসতী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে ২৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। তদন্তে জানা যায়, মীনাদেবীর বাড়িতে রাখা কীটনাশকের পাত্রে থাকা তেল দিয়ে সে দিন রান্না করা হয়। পুলিশের বক্তব্য, ওই ঘটনায় কোনও চক্রান্ত রয়েছে। |
স্বাস্থ্য পরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হেপাটাইটিস বি, টাইফয়েড, চিকেন পক্সের পরীক্ষা শিবির আয়োজিত হল আসানসোলের গাঁধি মোড় এলাকায়। সোমবার উদ্যোক্তা সংস্থার কর্তা চিকিত্সক শ্যামল সান্যাল বলেন, “খনি ও শিল্পাঞ্চলে বায়ু দূষণ, শব্দ দূষণের সমস্যা রয়েছে। এর ফলে এলাকায় নানা রোগ ছড়াচ্ছে। তাই এই শিবিরের আয়োজন করা হয়েছে।” |
উত্তাল হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
|
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মাজুলির একটি হাসপাতালে। চিকিৎসক, নার্সদের ঘেরাও করল জনতা। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। |
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার
|
স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও থানার উদ্যোগে সোমবার একটি স্বাস্থ্য শিবির হয়ে গেল মহম্মদবাজারের আদিবাসী অধ্যুষিত তালবাঁধ গ্রামে। শিবিরে তিন জন চিকিৎসক উপস্থিত ছিলেন। বিএমওএইচ জাহিরুল আলম ও ওসি দেবব্রত সিংহ বলেন, “শিবিরে এলাকার প্রায় ৭০ জন শ্রমিকের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।” |
অস্ত্রোপচার করে প্রসবের দু’মাস পরে এক প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ মেলার ঘটনায় মেডিক্যাল বোর্ড গড়ে তদন্তের নির্দেশ দিলেন কৃষ্ণনগর সদর হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলার চিকিৎসার ব্যয় বহনের কথাও জানান তাঁরা। হাসপাতাল সুপার দেবব্রত দত্ত বলেন, “মেডিক্যাল বোর্ড গড়ার জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে।” |