টুকরো খবর
ইস্ট জোন টিটি ২৪শে
২৪ অক্টোবর থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে ইস্ট জোন টেবল টেনিস। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে দেশের ৭০০ খেলোয়াড় অংশ নেবেন। ক্যাডেট থেকে সিনিয়র বিভাগে তাঁরা অংশ নেবেন। সব মিলিয়ে পুরস্কার মূল্য ৬ লক্ষ টাকা। আয়োজনে নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগিতা করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, রাজ্য ক্রীড়া দফতর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “ক্রীড়া মন্ত্রী এবং অন্য ক্রীড়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।” শরদ কমল, শুভজিৎ সাহা, পৌলমী ঘটক, সৌম্যজিৎ ঘোষদের মতো র্যাঙ্কিং খেলোয়াড়েরা অংশ নেবেন। ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। নর্থ বেঙ্গল টিটি অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, মহরাষ্ট্রে ইন্ডিয়া ওপেন জুনিয়র প্রট্যুরে শিলিগুড়ির মেয়ে সাগরিকা মুখোপাধ্যায় ক্যাডেট বিভাগে সেরা। ফাইনালে সে তামিলনাড়ুর এ সৃজাকে ৩-২ গেমে হারিয়েছে। জুনিয়রে সেমি ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে উঠেছিল সে। তবে এ দিন ফাইনালে চিনের অপর প্রতিদ্বন্দ্বীর কাছে তাকে ৩-৪ গেমে হারতে হয়েছে।

চুক্তিবদ্ধ ফ্রান্সের বিশ্বকাপার
আইপিএল স্টাইলে ফুটবল লিগে লুই সাহার পর ফ্রান্সের আর এক বিশ্বকাপার রবার্ট ইমানুয়েল পিরেসকে চুক্তিবদ্ধ করল আইএমজি-রিলায়্যান্স কর্তারা। শোনা যাচ্ছে ত্রিনিদাদ ও টোবাগোর প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ডোয়াইট ইয়র্ক, প্রাক্তন সুইডেন অধিনায়ক ও আর্সেনাল তারকা ফ্রেডরিক লুঙ্গবার্গ আর প্রাক্তন আর্জেন্তিনা স্ট্রাইকার হার্নান ক্রেসপোও লিগে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডার ও উইংগার রবার্ট ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত ফ্রান্সের হয়ে ৭৯টি আর্ন্তজাতিক ম্যাচে ১৪টি গোল করেছেন।

পুরনো খবর:

হকি প্রেসিডেন্ট কে ডি সিংহ
ইন্ডিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ কে ডি সিংহ। এ দিন সংস্থার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত প্রার্থী হিসাবে আগামী চার বছরের জন্য তাঁকে ওই পদের জন্য বেছে নেওয়া হয়। বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন ভারতীয় হকি। দায়িত্ব নিয়ে কে ডি বলেন, “দীর্ঘ সময় ধরে যে সমস্যা তৈরি হয়ে আছে তার সমাধান করে ভারতীয় হকির হৃত গৌরব ফিরিয়ে আনাই হবে আমার প্রথম কাজ।”

স্যবারের নতুন চমক
দু’বছর আগে একেবারে খাঁটি শাস্ত্রমতে গাড়ি পুজো দিয়ে অভিযান শুরু করে ভারতের উদ্বোধনী ফর্মুলা ওয়ান রেসে সাড়া ফেলে দিয়েছিল দলটা। সেই স্যবার টিম বুদ্ধ সার্কিটে আগামী রবিবারের গতি-যুদ্ধে নামার আগে আরও একটা অভিনব চমক আমদানি করে ফেলল। যার নাম ‘ইন্টারঅ্যাকটিভ কাটঅ্যাওয়ে কার ভিডিও!’ মানে ফর্মুলা ওয়ানের গাড়িকে গ্রাফিক্সের ব্যবহারে আড়াআড়ি কেটে দু’টুকরো করে ফেলে সেই ছবি নিয়েই ভিডিও হয়েছে। যেখানে গাড়ির বিভিন্ন জায়গায় মাউস নিয়ে গেলে সেই অংশের কাজ এবং বিশেষত্ব জেনে নিতে পারবেন রেস-নেশাড়ু।

পুরনো খবর:

ঘরের মাঠে চাপে ফোর্স ইন্ডিয়া
ঘরের মাঠে গতির যুদ্ধে নামার আগে চাপে ফোর্স ইন্ডিয়া। চলতি মরসুমের গত দু’রেসে ভারতীয় ফর্মুলা ওয়ান টিমের পারফরম্যান্স ভাল হয়নি। বুদ্ধ সার্কিটেও ভাল ফল করা কঠিন সাফ বলছেন টিমের অন্যতম চালক আদ্রিয়ান সুটিল। টিম প্রিন্সিপাল বিজয় মাল্যও স্বীকার করে নিয়েছেন আচমকা দল এ বার যে ভাবে ফর্ম হারিয়েছে তাতে প্রায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা স্যবারের এগিয়ে যাওয়া ঠেকানোটা বেশ কঠিন। এই মুহুর্তে ফোর্স ইন্ডিয়ার থেকে ১৭ পয়েন্ট পিছিয়ে স্যবার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.