বাস্কেটবল ও কবাডির সর্বভারতীয় স্তরে খেলার ছাড়পত্র পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এই প্রথম সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। টানা ২৫ বছর ধরে এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে যোগ দেওয়ার পরে এই প্রথম এল সাফল্য। উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার শেষ চারে যাওয়ার সুবাদে এই সুযোগ পেল বর্ধমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ৩১-২১ পয়েন্টে ও পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়কে ২৬-০ পয়েন্টে হারিয়ে শেষ চারে ওঠে বর্ধমান। যদিও এর পরের তিনটি ম্যাচে কলকাতা, কাশী ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে যায় বর্ধমান। কিন্তু এই হারের জন্য তাদের মূল প্রতিযোগিতায় যাওয়া আটকাবে না। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বসবে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা বাস্কেটবলের আসর।
অন্য দিকে, সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় কবাডিতেও সরাসরি খেলার সুযোগ পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গতবার এই দলটি পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় কবাডিতে চ্যাম্পিয়ান ছিল। সেই সুবাদে তারা এ বছর পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় কবাডিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়। মিথিলায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বর্ধমান ৩০-২৯ পয়েন্টে জুনপুরকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছে। শেষ চারে ওঠার সুবাদেই তারা চলে গেল সর্বভারতীয় স্তরে। |