আই লিগ ক্লাব জোটে হঠাৎই ভাঙন। জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আইএমজি-র তিন ফুটবলারকে সই করাল মহমেডান।
সোমবার মহমেডানে সই করলেন রহিম নবি, মণিশ মৈথানি, লুই ব্যারেটো। অথচ ক্লাব জোটের সিদ্ধান্ত ছিল, আইএমজি-র ফুটবলার নেবে না আই লিগের ক্লাব। মহমেডানে নবিরা সই করায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সাদা-কালোর অন্যতম শীর্ষকর্তা কামারুদ্দিন বলেন, “আমাদের বিপদে তো জোট পাশে থাকছে না। তবে কীসের জোট? আমাদের ফুটবলার দরকার, আমরা নিয়েছি।” এর সঙ্গেই যোগ করেন, “কাল ইসফাক আর মেহরাজ সই করবে। পরের সপ্তাহে গৌরমাঙ্গি, নির্মল ছেত্রী, সুব্রত পাল-ও সই করতে পারে। তবে ওদেরটা এখনও চূড়ান্ত হয়নি।”
এ দিন মোহনবাগানও সই করাল আইএমজি-র অন্তর্ভুক্ত অ্যারোজের প্রীতম কোটালকে। অবশ্য মোহন সচিব অঞ্জন মিত্রের যুক্তি, “প্রীতম অ্যারোজের ফুটবলার। আইএমজি-র নয়। ফেডারেশন টিম তুলে নেওয়ার পর তো অনেক ক্লাবই অ্যারোজের ফুটবলারদের সই করিয়েছিল। তখন তো এত প্রশ্ন ওঠেনি।” পুরো ঘটনা যে ক্লাব-জোটকে সজোরে আঘাত করেছে তাতে সংশয় নেই। ক্লাব-জোটের সচিব রাজ গোমস বললেন, “বাকি ক্লাবদের সঙ্গে আলোচনা করে তবেই এ বিষয়ে কথা বলব।” ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “ফুটবলারদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। ক্লাবে সই করলে ওদের সুবিধে হবে। ক্লাবেরও লাভ হবে। তবে সবার সঙ্গে আলোচনা করে মহমেডান এই সিদ্ধান্ত নিলে ভাল হত। নিশ্চয়ই পরবর্তী জোটের মিটিং-এ এই বিষয়ে ওদের জিজ্ঞাসাবাদ করা হবে।” |