|
|
|
|
তদন্তকারীরা ভব্য হোক, চান মন্টেক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর নিয়ে উষ্মা প্রশমনে এ বার আসরে নামলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বিড়লার সংস্থাকে ওড়িশার তালাবিরা খনি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।” তাঁর কথায়, “তদন্তকারী সংস্থাগুলির আরও ভব্য হওয়া উচিত।”
কুমারমঙ্গলম বিড়লা ও তাঁর সংস্থা হিন্দালকোর বিরুদ্ধে ওড়িশার তালাবিরা খনি হাতে পাওয়ার সময়ে প্রতারণা ও জুয়াচুরির অভিযোগ এনেছিল সিবিআই। এফআইআরে নাম ছিল প্রাক্তন কয়লাসচিব পি সি পারেখেরও। বিড়লার পাশে দাঁড়ায় শিল্পমহল। পারেখও জানান, তাঁকে অভিযুক্ত করা হলে প্রধানমন্ত্রীকেও সেই তালিকার প্রথমে রাখতে হবে। কারণ, তিনি সেই সময়ে কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন। বিতর্ক চরমে ওঠার পরে প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই খনি হিন্দালকোকে দেওয়ার মধ্যে কোনও দুর্নীতি নেই।
মন্টেকের মতে, কোনও ব্যক্তির দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। ফলে, কারও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয় এমন ভাবেই তদন্ত করা উচিত।
শিল্পমহলকে নানা ভাবে আশ্বস্ত করতে চেয়েছেন মন্টেক। রাষ্ট্রায়ত্ত সংস্থা নেভেলি লিগনাইট কর্পোরেশনকে কিছুটা বঞ্চিত করে হিন্দালকোকে তালাবিরা খনির অংশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিল সিবিআই। মন্টেকের কথায়, “প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতির পরে কুমারমঙ্গলম বলতেই পারেন যে, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বঞ্চিত করা
হয়নি। শিল্পমহলের এটা বোঝা উচিত।” তাঁর মতে, বিড়লার বিরুদ্ধে এফআইআর হয়েছে ঠিকই। কিন্তু, তার অর্থ এই নয় যে ইউপিএ সরকার শিল্পমহলকে আঘাত করতে চাইছে।
এখনও এফআইআর প্রত্যাহার করে নেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি সিবিআই। আজ সিবিআই মুখপাত্র কাঞ্চন প্রসাদ জানান, বিড়লা, পারেখ-সহ সব অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চালাবে। তার পরে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নজরদারিতে কয়লা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আগামিকাল কোর্টে তাদের ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা। |
পুরনো খবর: শিল্পের আস্থা জয়ে আসরে মনমোহনই |
|
|
|
|
|