টুকরো খবর
ওয়ার্ডসওয়ার্থের প্রিয় সরোবর বিক্রি
সরোবরটির সৌন্দর্য কবিতা লেখার অনুপ্রেরণা জুগিয়েছিল রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। নানা কবিতায় উল্লেখও করেছিলেন তাঁর প্রিয় সরোবরটির কথা। সেই সরোবর এ বার বিক্রি হচ্ছে। ওয়েবসাইটে তার দাম ধার্য করা হয়েছে ৩ লক্ষ পাউন্ড। এই দামে শুধু সরোবরটিই নয়, সঙ্গে মিলবে তার পাশের ভিক্টোরীয় যুগের একটি বোট হাউস, মৎস্যজীবীদের থাকার একটি লজ এবং একটি দোকান।

বাগদাদে হত ৩৮
ক্যাফের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে বাগদাদে মারা গেলেন অন্তত ৩৮ জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার বিকেলে ভিড় ঠাসা কাফেটির বাইরে এসে দাঁড়ায় একটি মিনিবাস। মনে হচ্ছিল চালক যেন নেশাগ্রস্ত অবস্থায় বাসটি চালাচ্ছিলেন। কয়েক মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণ হয় বাসটিতে। তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির ধ্বংসাবশেষ বলেও কিছু অবশিষ্ট ছিল না। ধোঁয়া কমলে দেখা যায় ক্যাফের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তালগোল পাকিয়ে যাওয়া দেহ।

মার্কিন স্কুলে পড়ুয়ার গুলি, হত শিক্ষক-সহ ২
ফের বন্দুকবাজের হানা আমেরিকার এক স্কুলে। সোমবার এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই খুদে পড়ুয়া। স্পার্ক মিডল স্কুলের এক ছাত্র জানিয়েছে, বন্দুকবাজ তাদের স্কুলেরই এক পড়ুয়া। তার গায়ে ছিল স্কুলের পোশাক। হাতে বন্দুক দেখে এক শিক্ষক এগিয়ে যান। তাকে শান্ত করার চেষ্টা করেন। মাটিতে নামিয়ে রাখতে বলেন বন্দুক। ঠিক তখনই গুলি চালিয়ে দেয় সে। “মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক। আর আমরা সবাই ভয়ে ছুটতে শুরু করি”, বলল কাইল নুকুম নামে এক ছাত্র। তার কথায়, “একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে স্কুলের মাঠ পেরিয়ে ছুটতে শুরু করি। ছুটতে ছুটতেই চার-পাঁচ বার গুলির আওয়াজ শুনতে পাই।” দু’টি দেহর মধ্যে একটি বন্দুকবাজের হতে পারে বলে সন্দেহ পুলিশের। তবে এর থেকে বেশি তারা এখনই জানাতে চায়নি। খালি করে দেওয়া হয়েছে স্কুলটিকে। পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কাছের অন্য একটি স্কুলে। ২০০৬ সালেও এই একই ঘটনা ঘটেছিল। সে বার দুই পড়ুয়াকে গুলি করার পর ওই বন্দুকবাজকে শান্ত করেছিলেন এক শিক্ষক। তিনি জড়িয়ে ধরেন ওই পড়ুয়াকে। শেষ হয় নিধন-যজ্ঞ। এ বারও একই চেষ্টা করেন নিহত ওই শিক্ষক। যদিও শেষরক্ষা হল না।

ফোনে মার্কিন আড়ি, ক্ষুব্ধ ফ্রান্স
মার্কিন নজরদারি থেকে রেহাই পায়নি মিত্র দেশ ফ্রান্সও। ২০১২ সালে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ ফ্রান্সে এক মাসে সাত কোটি ফোন কলে আড়ি পেতেছিল। স্থানীয় পত্রিকায় সে কথা ফাঁস হওয়ার পরে ক্ষুব্ধ ফরাসি বিদেশ মন্ত্রক সোমবার মার্কিন দূত চার্লস রিভকিনকে ডেকে পাঠায়। ফরাসি বিদেশমন্ত্রী লর্যাঁ ফাবিয়ুর বক্তব্য, দু’টি বন্ধু দেশের মধ্যে এমনটা বাঞ্ছনীয় নয়। এই ঘটনা যাতে আর না ঘটে তা আমাদের দেখতে হবে। ঘটনাচক্রে প্যারিসে এখন মার্কিন বিদেশসচিব জন কেরিও রয়েছেন। ফাবিয়ুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে বলে জানা গিয়েছে। ফ্রান্সের অভিযোগের জবাবে মার্কিন নিরাপত্তা মুখপাত্র কেইটলিন হেডেন বলেন, “বিশ্বের সব দেশই বিভিন্ন উপায়ে চরবৃত্তি করে।”

বৃষ্টির জেরে ফের লিক ফুকুশিমায়
জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রে থেকে তেজস্ক্রিয় জল লিক করে ফের চলে এসেছে বাইরে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন জানিয়েছে, রবিবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে। পরমাণু কেন্দ্রটিতে কতটা জল জমা হতে পারে, তা তারা আন্দাজ করতে পারেনি।

পুরনো খবর:
লুঠের প্রমাণ ওয়েস্টগেট মলে
এত দিন ছিল শুধুই সন্দেহ। এ বার মিলল প্রমাণও। নাইরোবির ওয়েস্টগেট মল থেকে পাওয়া সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, দোকান থেকে জিনিসপত্র সরাচ্ছে কেনিয়ার সেনারা। মোবাইল থেকে জামাকাপড়, বাদ দেয়নি কিছুই।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.