স্কটল্যান্ডের মাঝ আকাশে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রি বোঝাই বিমান। অতলান্তিক পাড়ি দেবে এমন দুটি বোয়িং ৭৪৭ বিমানকে একই উচ্চতায় ওড়ার নির্দেশ দিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। কিন্তু সাগর পাড়ির আগেই এদের দু’জনের ব্যবধান কমতে থাকে হু হু করে। ৩৪ হাজার ফুট উঁচুতে একটা সময় দেখা যায়, দু’টি বিমানের মাঝখানে কেবল ১৬ কিলোমিটারের ব্যবধান। |
আসন্ন বিপদের ছবি রেডারে দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মী নির্দেশ দেন, বাঁ দিকের বিমানটি আরও বাঁয়ে ঘুরুক, আর ডান দিকেরটা আরও একটু ডান দিকে। ওই কর্মীর কপালের ভাঁজ আরও গাঢ় করে সতর্কবার্তা ভুল শোনেন দুই বিমানেরই দু’জোড়া চালকই। ফলে চোখের নিমেষে তাদের দূরত্ব কমে দাঁড়ায় চার কিলোমিটার। এতটাই কাছাকাছি চলে আসে বিমান দু’টি যে একে অন্যকে দেখতেও পেয়ে যান চালকরা। শেষমেশ একটি বিমান উপরে উঠে যায় কিছুটা আর অন্যটি নামে নীচে। উপর-নীচে ১০০ ফুটের ফাঁক রেখেই কান ঘেঁষে বিপদ এড়ায় বোয়িং ৭৪৭ বিমান দু’টি।
বিশালাকায় বিমান দু’টিতে তখন ছিলেন হাজার খানেক যাত্রী। তাঁরা সকলেই নিরাপদে আছেন। তবে কী ভাবে দুটো বিমান এত কাছে চলে এল, তার কারণ এখনও খুঁজে পাননি বিশেষজ্ঞরা। |