টুকরো খবর
অপহৃত শিশুর দেহ উদ্ধার, সন্দেহ ধর্ষণ
চার বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ-খুনে উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের পিরোজপুর-সহ সংলগ্ন এলাকা। পুলিশ জানায়, অপহরণের এক সপ্তাহ বাদে রবিবার বিকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে মরা মহানন্দা খালের জলে ভাসতে দেখা যায় ওই শিশু কন্যার দেহ। খালের ধারে একটি ক্যারিব্যাগে রাখা ছিল শিশুর জামা ও প্যান্ট। হাত বাঁধা অবস্থায় শিশুটিকে দেখে তাকে ধর্ষণের পর খুন করে খালের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বিকালে এলাকায় শিশুর দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে পুলিশ সুপারের নির্দেশে আইসি গিয়ে অভিযুক্তকে গ্রেফতার-সহ শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় ৩ ঘণ্টা বাদে শিশুর দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “শিশুটিকে কেন খুন করা হল তা স্পষ্ট নয়। অভিযুক্ত সপরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে।” নবমীর সন্ধ্যায় মেলায় নিয়ে গিয়ে খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকন্যাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তাজেল শেখের বাড়ি লাগোয়া বিদ্যানন্দপুরে। ৯ বছরের দাদার সঙ্গে রাস্তায় খেলছিল ওই শিশু। পাশের গ্রামের ওই যুবককে তারা চিনত। মেলার কথা বলে নিয়ে গিয়ে অভিযুক্ত তার দাদাকে বাড়ি পাঠিয়ে দেয়। বলে অভিযোগ।

রেশনে কম চিনি, ক্ষোভ
এসএমএসে উল্লেখের থেকে কম পরিমাণে চিনি বণ্টনের অভিযোগে একটি রেশন দোকানে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রাহকরা। খাদ্য সরবরাহ দফতরের এক আধিকারিককেও এক ঘণ্টা ঘেরাও করে রাখেন বাসিন্দারা। রবিবার তুফানগঞ্জ মহকুমার লাঙ্গলগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রাহকদের বরাদ্দ অনুযায়ী চিনি দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। খাদ্য সরবরাহ কর্তারা জানান, উৎসবকালীন বরাদ্দে এপিএল গ্রাহকদের জন্য জেলায় ৭৫০০ কুইন্ট্যাল চিনি দরকার। কিন্তু ২৫০০ কুইন্ট্যাল। তার জেরেই ডিলারদের চাহিদা মত চিনি দেওয়া যায়নি।

থানায় বিক্ষোভ
তোলাবাজি-সহ নানা সমাজবিরোধী কার্যকলাপ রুখতে পুলিশি নজরদারি বাড়ানোর দাবিতে সরব হলেন রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ। রবিবার রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে তাঁরা রায়গঞ্জ থানায় প্রায় আধঘন্টা বিক্ষোভ দেখান। তাঁরা ভারপ্রাপ্ত আইসির সঙ্গে দেখা করে নিরাপত্তার অভাবের কথা বলে নজরদারির দাবি জানান। ভারপ্রাপ্ত আইসি মাধব দাস বলেন, “সুভাষগঞ্জে সন্ধ্যায় পর টহলদারি রয়েছে। দিনে নজরদারি না থাকার সুযোগ কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা।”

বহিষ্কৃত ৩
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে রায়গঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর-সহ দলের ৩ নেতাকে বহিষ্কার করল সমাজবাদী পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটি। রবিবার বিকালে দলের জেলা সভাপতি অরুণচন্দ্র দে ওই ঘোষণা করেন। তিনি জানান, গত ১৭ অক্টোবর দলের জেলা কমিটির বৈঠকে ওই তিন জনকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা হলেন, শহরের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুখেন্দুবিকাশ বিশ্বাস, হেমতাবাদ ব্লক সভাপতি চন্দ্রমোহন রায় এবং সম্পাদক কমল বর্মন।

ফুটপাথ দখল
অবৈধ পার্কিং-এ শহরে ৩১ নম্বর জাতীয় সড়কের ফুটপাত দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। যত্রতত্র ছোট গাড়ির স্ট্যান্ড গজিয়ে ওঠায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে। এ জন্য মানুষ পুরসভার উদাসীনতাকেই দায়ী করেছেন। পুর চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “বেআইনি পার্কিং এবং যত্রতত্র স্ট্যান্ডের বিরুদ্ধে পুলিশকে নিয়ে আমরা অভিযানে নামব।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.