টুকরো খবর |
দাবি পৃথক কাউন্সিলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মুখ্যমন্ত্রীর উদ্যোগে লেপচাদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গড়া হয়েছে। একই ভাবে ভুটিয়া-সহ পাহাড়ের পিছিয়ে পড়া কয়েকটি সম্প্রদায়ের বাসিন্দাদের জন্য আলাদা কাউন্সিলের দাবি উঠল। রবিবার শিলিগুড়িতে পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোয় পাহাড়ের ওই সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের অন্তত ৫ টি সংগঠনের সঙ্গে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তারা নিজেদের শিক্ষা, সংস্কৃতির বিকাশ, নানা সুযোগ সুবিধার দাবিতে গৌতমবাবুর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদনও জানিয়েছেন। গৌতমবাবু বলেন, “পাহাড়ের কিছু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ে গিয়ে উন্নয়নের যে বার্তা দিচ্ছেন তাতে তারা উৎসাহী। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের একাংশ নানা দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপিও দিয়েছেন।” ২৪ অক্টোবর পাহাড়ে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। চকবাজারে জনসভায় ওই সব সংগঠনের কর্মকর্তাদেরও আসতে বলা হয়েছে। এ দিন শিলিগুড়িতে মন্ত্রীর সঙ্গে বৈঠকে ইযুমি ভূটিয়া অ্যাসোসিয়েশন, দার্জিলিং জেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া গুরুঙ্গ (তামু) বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, তামাং অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া লিম্বু অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ইয়ুমি ভুটিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “রাজ্যের মধ্যে থেকে আমরা উন্নয়ন পর্ষদ চাইছি। গত ৪০ বছর ধরে পাহাড়ে ভুটিয়ারা পিছিয়ে। শিক্ষা, সংস্কৃতির বিকাশ হয়নি। সে জন্যই বিভিন্ন সুযোগ সুবিধা পেতে ওই আবেদন জানানো হয়েছে।”
|
ধর্ষণে অভিযুক্তের নামেই অগ্নিসংযোগের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
এক তরুণীর বাড়িতে চড়াও হয়ে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠল ধর্ষণে অভিযুক্ত এক যুবক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ডুয়ার্সের বানারহাটের চামূর্চি এলাকায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। এদিন দুপুর নাগাদ একদল যুবক ওই যুবতীর বাড়িতে চড়াও হয়ে ঘরে আগুন দেয় বলে অভিযোগ। পুলিশ জানায়, সহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যুবতীর দাদা জানান, তিন মাস আগে পেশায় কাঠ ব্যবসায়ী সহিদুল তাঁর বোনকে ধর্ষণ করেন। এর পরে বোন গভর্বতী হলে বিষয়টি নজরে আসে। বোনকে জিজ্ঞাসাবাদ করে তিনি সহিদুলের নাম জানতে পারেন। অভিযোগ জানানোর পরে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। যুবতীর দাদা’র অভিযোগ, “এর পরে আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া শুরু হয়। এ দিন দুপুরে কিছ লোক বাড়িতে চড়াও হয়ে প্রথমে হুমকি দেওয়া শুরু করে। ঘরে আগুন দেয়। আগুন নিভিয়ে ফেলেছি। কোনও ক্রমে প্রাণে বেঁচে গিয়েছি।” অভিযুক্ত সহিদুলের পরিবারের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়। তাঁদের পাল্টা অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সহিদুলকে ফাঁসানো হয়েছে।
|
গাফিলতি, সাসপেন্ড পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় কর্তব্য গাফিলতির অভিযোগে ক্যাম্প ইন চার্জকে সাসপেন্ড করল জেলা পুলিশ। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে লাইনে ক্লোজ করা হয়েছে ক্যাম্পের বাকি দুই পুলিশকর্মীকেও। মালদহের ইংরেজবাজারের সাদুল্লাপুরে শনিবার এক চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রবিবার এলাকায় যান জেলা পুলিশ সুপার। সেখানে গিয়ে তিনি ক্যাম্পের ইনচার্জের দেখা পাননি বলে অভিযোগ। মোথাবাড়িতে ওই মহিলা চিকিৎসকের বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ক্যাম্পের ইন চার্জকে সাসপেন্ড করা হয়েছে। বাকি দুই পুলিশকর্মীকেও লাইনে ক্লোজ করা হয়েছে। নতুন ৪ পুলিশকর্মীকে পাঠানো হয়েছে। ইংরেজবাজার থানার এসআই তাঁদের কাজকর্মের তদারকি করবেন। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা যায়, ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন কনস্টেবল ইগনিয়াস টুডু। বাকি দুই এনভিএফ কর্মী হরিদাস মণ্ডল ও রামানন্দ মণ্ডল। শনিবার ঘটনার সময় ক্যাম্পে ছিলেন দুই এনভিএফ কর্মী। ঘটনার সময় কনস্টেবল ইগনিয়াস টুডু ক্যাম্প ছেড়ে বাড়িতে চলে যান বলে অভিযোগ। বাকি দুইজন কেন মহিলা চিকিৎসকের আবেদনে সাড়া দেননি তা তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে। এদিন ওই চিকিৎসক বলেন, “ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পুলিশ সুপার বাড়ি এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করায় নিশ্চিন্ত হলাম।”
|
দাবি পৃথক কাউন্সিলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মুখ্যমন্ত্রীর উদ্যোগে লেপচাদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গড়া হয়েছে। একই ভাবে ভুটিয়া-সহ পাহাড়ের পিছিয়ে পড়া কয়েকটি সম্প্রদায়ের বাসিন্দাদের জন্য আলাদা কাউন্সিলের দাবি উঠল। রবিবার শিলিগুড়িতে পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোয় পাহাড়ের ওই সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের অন্তত ৫ টি সংগঠনের সঙ্গে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তারা নিজেদের শিক্ষা, সংস্কৃতির বিকাশ, নানা সুযোগ সুবিধার দাবিতে গৌতমবাবুর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদনও জানিয়েছেন। গৌতমবাবু বলেন, “পাহাড়ের কিছু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ে গিয়ে উন্নয়নের যে বার্তা দিচ্ছেন তাতে তারা উৎসাহী। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের একাংশ নানা দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপিও দিয়েছেন।” ২৪ অক্টোবর পাহাড়ে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। চকবাজারে জনসভায় ওই সব সংগঠনের কর্মকর্তাদেরও আসতে বলা হয়েছে। এ দিন শিলিগুড়িতে মন্ত্রীর সঙ্গে বৈঠকে ইযুমি ভূটিয়া অ্যাসোসিয়েশন, দার্জিলিং জেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া গুরুঙ্গ (তামু) বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, তামাং অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া লিম্বু অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ইয়ুমি ভুটিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “রাজ্যের মধ্যে থেকে আমরা উন্নয়ন পর্ষদ চাইছি। গত ৪০ বছর ধরে পাহাড়ে ভুটিয়ারা পিছিয়ে। শিক্ষা, সংস্কৃতির বিকাশ হয়নি। সে জন্যই বিভিন্ন সুযোগ সুবিধা পেতে ওই আবেদন জানানো হয়েছে।”
|
শিলিগুড়ির দলই সেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সোনি টাওয়ার নাইট ফুটবল চ্যাম্পিয়ন হল শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি। রবিবার কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে ফাইনাল খেলায় ওদলাবাড়ির রাইজিং ফুটবল অ্যকাডেমিকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় তারা। বিজয়ী দলের হয়ে দুটি গোলই করে সায়ন সরকার। বিজিত দলের গোলটি করে বিভাস বর্মন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শিলিগুড়ির ফুটবল অ্যাকডেমির লিটন শীল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় একই দলের বীরচাঁদ এক্কা। ৪ টি গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছে শিলিগুড়ির সায়ন সরকার। সেরা গোলকিপার এই দলেরই অ্যালবার্ট তিরকি। ফেয়ার প্লে ট্রফি রায় আয়োজক বিবেকানন্দ মর্নিং সকার প্রশিক্ষণ শিবির। ফাইনালে প্রাপকদের হাতে পুরস্কার দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি কুন্তল গোস্বামী, সচিব অরূপরতন ঘোষ, বিবেকানন্দ ক্লাবের সচিব নিলয় চক্রবর্তী, সভাপতি পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। অনুর্ধ ১৫ এবং ১১৬ পয়েন্ট ভিত্তিতে গত ১৬ অক্টোবর থেকে ১০টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। এতে অংশ নেয় মোহনবাগান, মহমেডান, ইউনাইটেড স্পোর্টসের মত ময়দানের বড় ক্লাবগুলোর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কালিম্পঙের দল।
|
ঘুমের ওষুধ ছিটিয়ে চুরি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ঘুমের ওষুধ ছিটিয়ে এক দম্পতিকে অজ্ঞান করে গয়না ও টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার রাতে শিলিগুড়ির ভক্তিনগরের পূর্ব বিবেকানন্দপল্লির চিত্তরঞ্জন দাশ সরণিতে ঘটে। গৃহকর্ত্রী মমতা সাহার অভিযোগ, বিছানার তলায় রাখা আলমারির চাবি খুলে লকার থেকে সাড়ে ৫ ভরি সোনার গয়না, ও ঘরে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে গিয়েছে চোরেরা। চুরি করে পালিয়ে যাওয়ার আগে ফ্রিজ খুলে চিপস ও পানীয় খেয়ে ধীরে সুস্থে দরজা খুলে তারা বেরিয়ে যীয় বলেও জানা গিয়েছে বলে জানান মমতাদেবী। ভক্তিনগর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পেশায় ব্যাগের ব্যবসায়ী বিনয় সাহা ও তাঁর স্ত্রী রাতে ঘুমিয়েছিলেন। ছেলে সঞ্জয় বাইরে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন, বাড়ির পিছনের দরজা খোলা, আলমারির পাল্লা, লকার সমস্ত খোলা।
|
গুলিতে জখম ব্যবসায়ী, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এক লটারি ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে জয়গাঁর বিবেকানন্দ পল্লি এলাকায়। দুষ্কৃতীর গুলিতে জখম হন লটারি ব্যবসায়ী-সহ এক দুষ্কৃতীও। ঘটনাস্থলেই এক জনকে ধরে ফেলেন বাসিন্দারা। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় দুই চা বিক্রেতাকে গ্রেফতার করেছে। জয়গাঁ থানার ওসি পঙ্কজ থাপা বলেন, “ব্যবসায়ী রূপচাঁদ সেন ও দুষ্কৃতী লাচ্চু রাভার চিকিৎসা চলছে। দুই দুষ্কৃতীর খোঁজ চলছে। ঘটনায় জড়িত সন্দেহে জয়গাঁর দুই চা বিক্রেতা লক্ষণ ঘোষ ও সুকুমার ঘোষকে ধরা হয়েছে।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। রবিবার খড়িবাড়ির জোরপোখরিতে। মৃতের নাম অশোক রায় (২৮)। তার বাড়ি ওই এলাকাতেই। তাকে খড়িবাড়ি স্বাস্থকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। লো টেনশনের তার দিয়ে মাছকে তড়িতাহত করে ধরতে গিয়েই এই বিপত্তি। এই এলাকায় বেশ কিছুদিন ধরেই এইভাবে মাছ ধরার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কয়েকবার পুলিশের ও পঞ্চায়েতের পক্ষ থেকে সাবধান করা হলেও কাজ হয়নি।
|
অচলাবস্থা কাটাতে বৈঠক |
ডুয়ার্সে কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ বাগানের অচলাবস্থা কাটাতে সোমবার বৈঠক ডাকলেন মালিকপক্ষ। ওই বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। রহিমাবাদ বাগানের ম্যানেজার সেবায়ন কর বলেন, “বোনাস দেওয়ার সময় আলোচনা করে সিদ্ধান্ত হয় ডিসেম্বরের মধ্যে বকেয়া দেওয়া হবে। কিন্তু পুজো যেতেই আন্দোলনে নামে শ্রমিকরা।” |
|