দু’টি পদে নির্বাচন নিয়ে কৌতূহল তুঙ্গে শিলিগুড়িতে
শিলিগুড়ি মহকুমা পরিষদ ‘সভাধিপতি’ এবং পুরসভার ‘চেয়ারম্যান’ পদে কে বসছে তা নিয়ে কৌতুহল তুঙ্গে। আজ, সোমবার ওই দুটি পদে নির্বাচন হবে। মহকুমা পরিষদের সদস্যদের একাংশ তৃণমূলে যোগদান এবং অনাস্থা পেশ করে সভাধিপতিকে অপসারণ করেছে। সহকারী সভাধিপতি জোতি তিরকি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ না দিলেও তিনি কার্যত তৃণমূলের হয়েই কাজ করছেন। সভিধিপতির বিরুদ্ধে অনাস্থায় তৃণমূলের পক্ষেই তিনি সায় দিয়েছেন। তৃণমূলের একাংশ তাঁকেই সভাধিপতি করতে চান। আজ, মহকুমা পরিষদের সভাধিপতি নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সভাধিপতি নির্বাচনের ক্ষেত্রে প্রস্তাব পেশ করাই বিধেয়। তাই আগে থেকে প্রার্থী হিসাবে কারও নামে মনোনয়ন পেশের ব্যাপার নেই। ৭ সদস্যের শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ৪ আসনে বামেরা এবং ৩টিতে জেতে কংগ্রেস। কংগ্রেসের ৩ নির্বাচিত সদস্য সম্প্রতি তৃণমূলে যোগ দেন। সিপিএম সদস্য ৪ হলেও প্রাক্তন সহসভাধিপতি জ্যোতি তিরকি তৃণমূলের সঙ্গে চলছেন। রবিবার এক সাংবাদিক বৈঠক করে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “অনাস্থা ভোটে অংশ না নেওয়ার জন্য দলের তরফে হুইপ জারি করা হয়েছিল। তা অমান্য করে ভোটের দিন উপস্থিত ছিলেন জ্যোতি তিরকি। কী কারণ তিনি গিয়েছিলেন তা লিখিত ভাবে জানতে চাওয়া হলেও কোন উত্তর মেলেনি। এ সমস্ত কাজের জন্য আমরা তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে চলেছি।”
শিলিগুড়ি পুরসভায় চেয়ারম্যান নির্বাচন নিয়ে দলের কাউন্সিলরদের ডেকে বৈঠক করে তাদের প্রার্থী রুমা নাথকে ভোট দেওয়ার নির্দেশ দেন কংগ্রেসের জেলা সভাপতি (সমতল) শঙ্কর মালাকার। তৃণমূলের তরফে চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম মিত্রকে। যোগ্য প্রার্থী দাবি করে তাঁর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বর্তমানে শিলিগুড়ি পুরসভায় কংগ্রেস ও তৃণমূল দু’দলেরই কাউন্সিলর রয়েছে ১৪ জন করে। বামেদের ১৭ কাউন্সিলর হলেও তারা নির্বাচনে অংশ নেবেন না। এই পরিস্থিতিতে অরিন্দমবাবু না রুমাদেবী চেয়ারম্যান পদে বসবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দু’জন সমান ভোট পেলে লটারি বা টসের মাধ্যমে মীমাংসা হবে। ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন নান্টু পাল। তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে ব্যবস্থা নিতে মামলা করেন কংগ্রেসের কাউন্সিলররা। নান্টুবাবুর পদত্যাগের পর চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি মেয়র সবিতা অগ্রবাল। সরকারের নির্দেশে ২১ অক্টোবর চেয়ারম্যান নির্বাচনের দিন নির্ধারিত হয়।
তৃণমূলের এই ভূমিকায় প্রশ্ন তুলে অশোকবাবুর অভিযোগ, “জবরদখলের রাজনীতি করছে তৃণমূল। হাইকোর্টে মামলা চলছে, তার মধ্যে আইন না মেনে নির্বাচন করছেন তাঁরা।” এর প্রতিবাদে সিপিএম আজ, সোমবার শহরে প্রতিবাদ মিছিল করবে। পরে অন্য গ্রামীণ এলাকাগুলিতেও প্রতিবাদ মিছিল হবে। তৃণমূল কংগ্রেসের এ সব অনৈতিক কার্যকলাপ বাসিন্দাদের কাছে তুলে ধরতে লিফলেট বিলি করা হবে বলে জানান অশোকবাবু। তাঁর দাবি, তৃণমূল রাজ্যে সরকার গঠনের পর শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য কোন অর্থ বরাদ্দ করেনি। মহকুমা পরিষদের নানা প্রকল্পের কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মাধ্যমে করার চেষ্টা হচ্ছে। তৃণমূলের অধীনে জেলা পরিষদ বা পুরসভা হলে তবেই টাকা মিলছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.