রবিবার কালিম্পং মহকুমার সামসিং লাগোয়া রকি আইল্যান্ড এলাকার সাতটি গ্রামের শতাধিক মোর্চা সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এর মধ্যে সামসিঙে আপার গুমটি এলাকার মোর্চার ইউনিট সভাপতিও রয়েছেন। এ দিন রকি আইল্যান্ডে তৃণমূল কংগ্রেসের কালিম্পং মহকুমা কমিটির সহ-সভাপতি উরগেন শেরপার সামনে ওই দলবদল হয়। তিনি তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। রকি আইল্যান্ড, সামসিং ফাঁড়ি, আপার ও লোয়ার গুমটি, তিনকাটারি, সিপলা ডারা ও গুম্ফা ডারার ৭টি গ্রামের থেকে আসা মোর্চা সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও দলবদলের বিষয়ে কিছু জানেন না বলে জানান সামসিং এলাকার জিটিএ সদস্য তথা মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য স্যামুয়াল গুরুঙ্গ। |
তৃণমূল সূত্রের খবর, যে ৭টি গ্রামের বাসিন্দারা দলবদল করেছেন সেখানে তৃণমূলের কোনও সংগঠনই ছিল না। এ দিনের দলবদলের পর এলাকায় নতুন করে সংগঠন বিস্তার করা সম্ভব হবে বলে তৃণমূল নেতারা মনে করছেন। মোর্চা ছেড়ে তৃণমূল যোগ দেওয়া মোর্চার স্থানীয় ইউনিট সভাপতি মহেশ দাওয়ান বলেন, “পাহাড়ে উন্নয়ন চান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ভরসা রেখে তৃণমূলে যোগ দিয়েছি। একই মত তৃণমূলে যোগ দেওয়া আর এক মোর্চা নেতা দাওয়া তামাঙ্গের। কালিম্পং মহকুমা তৃণমূলের সহ-সভাপতি উরগেন লেপচা জানান, পুরো মহকুমা জুড়ে তৃণমূলের শক্তি ক্রমশ বাড়ছে। কয়েক দিনের মধ্যে কালিম্পঙের কুমাই, তোদে, তাদং, ঝালং-এর প্রচুর বাসিন্দা মোর্চা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। |