আট পুরসভার বোর্ড নিয়ে বৈঠক তৃণমূলে
টটি পুরসভায় বোর্ড গঠন নিয়ে দু’দিন ধরে বৈঠক হল কলকাতার তৃণমূল ভবনে। কয়েকটি পুরসভায় পুরপ্রধান হিসেবে জেলা স্তর থেকে পাঠানো নাম নিয়ে আলোচনা হলেও কে ওই পদে বসবেন, কোনও ক্ষেত্রেই তা এখনও নির্দিষ্ট হয়নি বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। দলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “দলীয় স্তরে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোর্ড গঠনের দিন খামে করে সংশ্লিষ্ট পুরসভায় নাম পাঠিয়ে দেওয়া হবে।”
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান ও গুসকরা পুরসভায় পুরপ্রধান ও উপ-পুরপ্রধান নিয়ে জেলা স্তরে ঐকমত্য না হওয়ায় রবিবার সেখানকার সব কাউন্সিলরকে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ বৈঠকের পরেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। শেষে জানানো হয়, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। বোর্ড গঠনের দিন পুরপ্রধানের নাম মুখবন্ধ খামে পাঠাবেন তিনি।
তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের পুরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্বরূপ দত্ত। গুসকরার ক্ষেত্রে পাল্লা ভারী বুর্দ্ধেন্দু রায়ের দিকে। এই দুই পুরসভাতেই বোর্ড গঠনের সময়ে দলের পর্যবেক্ষক হিসেবে থাকবেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। বালুরঘাটেও তিনিই পর্যবেক্ষক হিসেবে থাকবেন। তৃণমূলের একটি সূত্রে খবর, বালুরঘাটের বিধায়ক তথা সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তী জেলা স্তরে বৈঠক করে ওই পুরসভার চেয়ারম্যান হিসেবে চয়নিকা লাহার নাম প্রস্তাব করেছেন।
দুবরাজপুর পুরসভায় দলের তরফে পর্যবেক্ষক হিসেবে থাকবেন চন্দ্রনাথ সিংহ। সেখানে পুরপ্রধান হওয়ার দৌড়ে পীযূষ পাণ্ডে এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে খবর। নদিয়ার চাকদহ পুরসভার ক্ষেত্রে দীপক চক্রবর্তীর সম্ভাবনা বেশি। রবিবার নদিয়ার বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও জেলার তৃণমূল নেতা গৌরীশঙ্কর দত্ত তৃণমূল ভবনে আসেন। এ দিন আসন্ন কৃষ্ণনগর পুরসভার ভোটে দলের প্রার্থিতালিকা নিয়েও আলোচনা হয় বলে তৃণমূল সূত্রে জানা যায়। এ দিনই নদিয়া জেলা টিএমসিপি-র সভাপতি হিসেবে গৌরশঙ্করবাবুর ছেলে অয়ন দত্তের নাম ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। তবে বৈঠকে আসেননি নদিয়ার আর এক মন্ত্রী তথা দলের প্রাক্তন জেলা সভাপতি পুণ্ডরীকাক্ষ সাহা। দলের নেতাদের দাবি, অসুস্থতার কারণেই তিনি গরহাজির।
তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবার ও হাবড়ার পুরপ্রধান ও উপ-পুরপ্রধান নিয়ে রবিবার কোনও সিদ্ধান্ত হয়নি। আজ, সোনবার সেই সিদ্ধান্ত হতে পারে। পানিহাটিতে দলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি নির্মল ঘোষের ভাই পল্টু ঘোষ পুরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে দলেরই একটি সূত্র জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.