করিমেই আস্থা ক্লাব-কর্তাদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলের বিশ্রী পারফরম্যান্সের দায় নিয়ে করিম বেঞ্চারিফা মরসুমের গোড়ার দিকেই মোহনবাগান ছাড়ার ইঙ্গিত দিলেও, কর্তাদের এখনও পূর্ণ আস্থা মরক্কান কোচের উপরেই। রবিবার রাতে কালিম্পং থেকে ফোনে মোহন-সচিব অঞ্জন মিত্র বললেন, “ইস্টবেঙ্গলে ওপারা আর চিডি না থাকলে ওদেরও একই হাল হবে। ভারতীয় ফুটবল এখন বিদেশি-নির্ভরশীল হয়ে উঠেছে। সেখানে আমাদের দলের দু’জন মহাগুরুত্বপূর্ণ ফুটবলার ওডাফা আর ইচে খেলতে পারেনি শনিবারের ম্যাচে। আমরা দেখতে চাই চার বিদেশি নিয়ে যখন মোহনবাগান নামবে, তখন কী রকম খেলে? কী ফল হয়?” ক্লাব সূত্রের খবর, করিম পুরো শক্তি নিয়ে মাঠে নামার পরে দু’টো ম্যাচ দেখতে চান কর্তারা। সেই ম্যাচগুলোতেও যদি সাফল্য না আসে, তা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভেবে রেখেছেন সবুজ-মেরুন কর্তারা। তবে চোট সারিয়ে ফিট ওডাফা-সহ সেই পুরো দল বাগানে কবে দেখা যাবে সেটাই লাখ টাকার প্রশ্ন!
পুরনো খবর: ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে করিমের গলায় বিসর্জনের সুর
|
চেলসির গোল নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদন |
কার্ডিফ সিটির সঙ্গে ৪-১ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠল চেলসি। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না মোরিনহোর দলের। শনিবার রাতে এডেন হ্যাজার্ডের প্রথম গোল নিয়ে ইতিমধ্যেই ফুটবলবিশ্বে ছড়িয়ে পড়েছে বিতর্কের রেশ। ঘটনাটা কী? ম্যাচের একটা মুহূর্তে কার্ডিফ গোলকিপার ডেভিড মার্শালের হাতে ছিল ফুটবল। দু’তিন বার বল মাটিতে বাউন্স খাওয়ানোর পড়েই পিছন থেকে তা ছিনিয়ে নেন চেলসির এটো। এবং তাঁর পাস থেকেই ০-১ পিছিয়ে পড়া চেলসিকে সমতায় ফেরান হ্যাজার্ড। তার পরে আরও তিন গোল করে মোরিনহোর দল। ম্যাচ শেষে কটাক্ষের শিকার হন রেফারি অ্যান্টনি টেলর। ফিফার ১২ নম্বর আইন অনুযায়ী গোলকিপারের হাতে বল থাকলে তা বিপক্ষের ফুটবলার নিতে পারে না। গোল-বিতর্ক ছাড়া রেফারির সঙ্গে বাগ্যুদ্ধে জড়ানো মোরিনহোকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়।
|
খেতাব দীপিকার
সংবাদ সংস্থা • ম্যাকাও |
রবিবার গল্ফ কোর্সে অনির্বাণ লাহিড়ী জীবনের সেরা স্কোর করে রেকর্ড স্পর্শ করার কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাকাওয়ে ফের চাঞ্চল্য তৈরি করলেন আর এক ভারতীয়! এক অস্ট্রেলীয়ের কাছে হারলেন অনির্বাণ। আর স্কোয়াশের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আর এক অস্ট্রেলীয়, র্যাচেল গ্রিনহামকে হারিয়ে ম্যাকাও ওপেন জিতে নিলেন ভারতের দীপিকা পাল্লিকাল। প্রাক্তন বিশ্ব সেরাকে ১২-১০, ৫-১১, ১১-৭, ১১-৯ হারিয়ে চিনের শহরে দিনটা ভারতীয়দের করে রাখলেন বাইশ বছরের দীপিকা। জীবনের সাত নম্বর ডব্লিউএসএ খেতাব জিতে দীপিকা বলেছেন, “এই টুর্নামেন্টের জন্য প্রচুর খেটে তৈরি হয়েছিলাম। জিতে অসাধারণ লাগছে।”
|
ধোনিরা সম্ভবত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন
সংবাদ সংস্থা • লন্ডন |
ভারতের ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরে নীতিগত ভাবে সম্মত হল দু’দেশের বোর্ড। আইসিসি বোর্ড মিটিংয়ে এই সিরিজ নিয়ে আলোচনা হয় এন শ্রীনিবাসন ও ক্রিস নেনজানির। ভারত ও দক্ষিণ আফ্রিকার বোর্ড প্রধানের আলোচনার পর তিনটি ওয়ান ডে, একটি প্রস্তুতি ম্যাচ আর দুটি টেস্টের ব্যাপারে কথা হয়েছে বলে জানাচ্ছে একটি ওয়েবসাইট। তবে সরকারি ঘোষণা হবে ২৬ অক্টোবর, চেন্নাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠকের পর।
|
মোহনবাগানকে পিছনে ফেলে অবশেষে আই লিগে জয়ের মুখ দেখল মহমেডান। রবিবার শিলংয়ের রাঙ্গদাজিদ-কে ৩-০ গোলে হারাল আবদুল আজিজের দল। মহমেডানের তিন গোলদাতা টোলগে, জেরি ও জোসিমার। |