শেষ দিনে হয়তো ইডেন প্রদক্ষিণ সচিন-শাহরুখের
ডেনে সচিনের শেষ টেস্টকে চিরস্মরণীয় করে রাখতে একের পর এক অভিনব পরিকল্পনা নিয়ে চলেছে সিএবি।
সিএবি-র পরিকল্পনা অনুযায়ী, খেলা শেষে সচিন রাজি থাকলে ঘুরবেন সারা ইডেন। যাবেন ইডেনের প্রতি ব্লকের সামনে দর্শকদের অভিবাদন নিতে ও ধন্যবাদ জানাতে। ওই সময় প্রায় সত্তর হাজার মানুষের গর্জনের সঙ্গে ইডেনের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠবে সচিনের ক্রিকেটজীবনের স্মরণীয় মুহূর্তগুলির চলমান কোলাজ। স্টার স্পোর্টসের তৈরি ওই কোলাজ চলার সময় হাজারো ওয়াটের সাউন্ড সিস্টেমে বাজবে আবেগঘন সঙ্গীত। সচিনকে সঙ্গ দেবেন আমন্ত্রিত অতিথিরা। ক্রিকেটব্যক্তিত্বরা তো থাকবেনই, এমনকী অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের মতো বলিউডি তারকারাও সচিনের সেই শেষ ইডেন প্রদক্ষিণে তাঁকে সঙ্গ দিতে পারেন বলে জানালেন সিএবি শীর্ষকর্তারা। এ দিন মুম্বইয়ে শাহরুখ ইডেনে সচিনের শেষ টেস্টে থাকার ইচ্ছা প্রকাশও করেন। বলেন, “সচিনকে ছাড়া ক্রিকেটের কথা ভাবতেই পারছি না। ওয়াংখেড়েতে তো ওর শেষ টেস্টে থাকতে পারব না। তাই ইডেনেই থাকতে চাই।”
সচিনকে ছাড়া ক্রিকেটের কথা ভাবতেই পারছি না। ওয়াংখেড়েতে শেষ টেস্টে থাকতে পারব না। তাই ইডেনেই থাকতে চাই।
শাহরুখ খান
স্মরণীয় টেস্টের অভিনব টিকিটের পরিকল্পনার কথা তো আগেই জানিয়েছিল সিএবি। শেষ পর্যন্ত ঠিক হয়েছে প্রথম দিনের টিকিটে বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরীর আঁকা সচিনের প্রতিকৃতি ও সচিনের সই ছাপা হবে। দ্বিতীয় দিনের টিকিটে থাকবে সচিনের শততম সেঞ্চুরির মুহূর্ত। তৃতীয় দিন দর্শকরা পাবেন ইডেনে তাঁর ১৭৬-এর ইনিংসের একটি মুহূর্তের ছবি। অন্য দু’দিন অন্য দুই টেস্টের স্মরণীয় মুহূর্তের ছবি। বৃহস্পতিবার থেকে ইডেন টেস্টের কিছু টিকিট অনলাইনে পাওয়া যাবে ‘ক্রিকেটজিনি ডট ইন’ ওয়েবসাইটে। ৩০-৩১ অক্টোবর অনুমোদিত ক্লাব ও সংস্থাগুলিকে টিকিট বন্টন করা হবে এবং সদস্যরা টিকিট পাবেন ১ ও ২ অক্টোবর।
সচিনকে যে স্মারক উপহারগুলি দেওয়া হবে, তাতেও অভিনবত্ব আনার চেষ্টা চলছে। তাঁকে একটি গাছের প্রতিকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ১৯৯টি ফল থাকবে। ফলগুলি দেখতে হবে লাল ক্রিকেট বলের মতো। কনসেপ্ট হল, সচিন ক্রিকেটের এক বটবৃক্ষ এবং ১৯৯টি টেস্ট তার ফল। এমনই নানা অভিনব কায়দায় সচিনের শেষ ইডেন টেস্টকে চিরস্মরণীয় করে রাখতে চায় সিএবি। যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, “শেষ টেস্টের আগে এমন আবেগঘন মুহূর্তও যে আসতে পারে, হয়তো সচিনও ভাবতে পারবে না। আমরা ইডেন টেস্টকে ওর স্মৃতি থেকে মুছে যেতে দেব না।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.