টুকরো খবর |
বাম আমলের কাজ শেষ করার দাবি কৃষকসভার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বুথভিত্তিক কর্মী-সম্মেলনে বাম আমলের ‘অসম্পূর্ণ কাজ’ শেষের দাবি জানালেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সভাপতি তথা সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা। রবিবার খড়্গপুর গ্রামীণের মাতকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে কর্মী-সম্মেলনে যোগ দেন পশ্চিম মেদিনীপুরের ৪০০টি বুথের প্রায় ৪৫০ জন কৃষক প্রতিনিধি। প্রবোধবাবু ছাড়াও ছিলেন জেলা সভাপতি অশোক সেন, সম্পাদক বিমল ভট্টাচার্য, সিপিআই জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ। এ দিন সিপিআই পরিচালিত এই সংগঠনের প্রত্যেকেই বাম আমলের কর্মপদ্ধতির পর্যালোচনা করেন। প্রবোধবাবুর দাবি, “বাম আমলে ভূমি সংস্কার ও জমি বন্টনের ক্ষেত্রে যে সব কাজ অসম্পূর্ণ রয়েছে, তা সম্পন্ন করতে হবে।” তবে বর্তমান সরকার বাম আমলের খারাপ দিকগুলি অনুসরণ করছে বলে তাঁর অভিযোগ। গ্রামোন্নয়নে ত্রুটি-বিচ্যুতির কথা তুলে শরিক ও বিরোধীদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবোধবাবু। জেলার বন্যা পরিস্থিতিতে চাষের ব্যাপক ক্ষতি নিয়েও সরব হয়েছে সংগঠন। বন্যা মোকাবিলায় কংসাবতী, সুবর্ণরেখা ও কেলেঘাই-কপালেশ্বরীর নদী বাঁধ সংস্কারে তৎপরতা দাবি করা হয়েছে। জেলা সম্মেলনের আগে এই সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য ছিল কৃষক-কর্মীদের উসাহিত করা। ৭-১৩ নভেম্বর ব্লকে ব্লকে অবস্থান কর্মসূচি করবে কৃষকসভা। এরপরেই বুথভিত্তিক কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক বিমল ভট্টাচার্য বলেন, “রাজ্যে সরকার বদলের পরে কর্মীরা কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। সম্মেলনের মাধ্যমে তাঁদের চাঙ্গা করা গেল। কৃষক স্বার্থে আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আগামী জানুয়ারিতেই ব্লক এবং জেলা সম্মেলন করে জেলা কমিটি গঠন করা হবে।”
|
শিক্ষক সমিতির বিজয়া সম্মিলনী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার উদ্যোগে রবিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। শহরের এক হাইস্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, শিক্ষক সমিতির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নারায়ণ সাঁতরা প্রমুখ। সবমিলিয়ে প্রায় দু’শো জন শিক্ষক- শিক্ষিকা বিজয়া সম্মিলনীতে যোগ দেন।
|
দুর্গতদের ত্রাণ বিলি পুলিশের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নৈকুলবঁইচা গ্রামে চলছে ত্রাণ বিলি।— নিজস্ব চিত্র।
|
বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিল জেলা পুলিশ। রবিবার দাঁতন-১ ব্লকের ৯ নম্বর অঞ্চলের নৈকুলবঁইচা গ্রামে ত্রাণ বিলি করতে শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সন্তোষকুমার মণ্ডল, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক সমীর অধিকারি, আইসি মিহিরলাল নস্কর প্রমুখ। সাম্প্রতিক দুর্যোগে এই ব্লকের ৩৭টি গ্রাম জলমগ্ন হয়। ক্ষতিগ্রস্ত হন প্রায় ৩০ হাজার মানুষ। এ দিন শিবিরে পাঁচশো শিশুকে বিস্কুট, কেক-সহ নানা সামগ্রী দেওয়া হয়। একশো জন মহিলাকে কাপড় ও ত্রিপল এবং আরও পাঁচশো পরিবারকে চাল, মুড়ি দেওয়া হয়।
পুরনো খবর: ফিরছেন দুর্গতেরা, ত্রাণ শিবির কমে ১৮
|
|