স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
বছর দু’য়েক আগে চণ্ডীতলার কুমিড়মোড়ায় দিনের বেলায় দোকানে ঢুকে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। ওই ঘটনার প্রধান অভিযুক্ত মনোজ মজুমদারকে রবিবার নৈটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১০ কেজি গাঁজাও মিলেছে বলে পুলিশের দাবি। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। পুলিশ সূত্রের খবর, ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর সকালে দোকানের ভিতরেই গুলিতে খুন হন ভগবতীপুর মোল্লাচকের বাসিন্দা, বছর আঠাশের শেখ সামসুল নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁকে খুন করে জমজমাট বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গাড়িতে করে সিন্দুক তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে পুলিশ অক্ষত অবস্থাতেই সিন্দুকটি উদ্ধার করে। তদন্তে নেমে এর আগে কয়েক জনকে পুলিশ গ্রেফতার করলেও মনোজ এত দিন অধরা ছিল। আজ, সোমবার ধৃতকে আদালতে তোলা হবে। মনোজের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনায় একটি বাড়িতে ডাকাতিরও অভিযোগ রয়েছে।
পুরনো খবর: চণ্ডীতলায় দোকানে ঢুকে গুলি করে খুন ব্যবসায়ীকে
|
ইংলিশ অলিম্পিক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
স্কুল পড়ুয়াদের নিয়ে ‘ইংলিশ অলিম্পিক’ হয়ে গেল হুগলিতে। সম্প্রতি শ্রেণিভিত্তিক ওই প্রতিযোগিতার আয়োজন করেছিল সেখানকার অন্নদা আশ্রম। হুগলি, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের চতুর্থ থেকে দশম শ্রেণির ছেলেমেয়েরা প্রতিযোগিতায় যোগ দেয়। সংগঠকরা জানান, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের সৌরাশিস চট্টোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় যথাক্রমে দশম এবং নবম শ্রেণিতে প্রথম হয়। অষ্টম শ্রেণিতে বিজেতা চন্দননগর সেন্ট জোসেফ কনভেন্টের অমৃতা মুখোপাধ্যায়। ব্যান্ডেল ডন বসকোর প্রিয়াংশু বিশ্বাস, সৌরদীপ মুখোপাধ্যায় এবং আশুতোষ কুমার সিংহ যথাক্রমে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম শ্রেণিতে প্রথম হয়। ষষ্ঠ শ্রেণিতে প্রথম হয় ব্যান্ডেল অক্সিলিয়াম কনভেন্টের প্রার্থীতা নন্দী। প্রতিযোগিতার শেষে গান এবং আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা।
|
পাম্পে লুঠ, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পেট্রোল পাম্পে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। শনিবার, লিলুয়ার চামরাইলে দু’নম্বর জাতীয় সড়কের কাছে। পুলিশ জানায়, ধৃত বিশ্বজিৎ চন্দের বাড়ি রিষড়ায়। পুলিশ জানায়, রাত সাড়ে ১১টা নাগাদ চামরাইলের হাই রোডের কাছে পাম্পটিতে ছ’জন দুষ্কৃতী হানা দেয়। অভিযোগ, দুষ্কৃতীরা পাম্পকর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে। পাম্পের ক্যাশিয়ার ঘরে লুকোনোর চেষ্টা করলে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর ক্যাশবাক্স থেকে নগদ আট হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে হাওড়া সিটি পুলিশের তল্লাশি ভ্যান ওই পাম্পে চলে এলে তারা চম্পট দেয়। তবে বিশ্বজিৎ পালাতে পারেনি। তাকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
|
খালে যুবতীর দেহ
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খাল থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে খানাকুলের বালিপুর পঞ্চায়েতের দাসপুরের ঘটনা। মৃতের নাম শিপ্রা বাগ (২৯)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃগী রোগে ভুগছিলেন। স্থানীয় লোকজন কাটাখাল নামে ওই খালে মাছ ধরতে গিয়ে দেহটি দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খালে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি ডুবে মারা যান। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
জয়ী গোঘাটের ক্লাব
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হল গোঘাটের বেলেপাড়া অনিল স্মৃতি সংঘ। রবিবার আরামবাগের জুবিলি পার্ক মাঠে ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়ে দেয় আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে দু’টি গোল করেন বঙ্কিম মাণ্ডি, একটি সূর্যকান্ত টুডু। রানার্স দলের গোলদাতা লক্ষ্মীকান্ত পণ্ডিত। মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এই লিগ এ বার ১১ বছরে পড়ল। |