|
|
|
|
অ্যাসিড খাইয়ে সমুদ্রে ধাক্কা তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত
সংবাদ সংস্থা • মুম্বই |
প্রাক্তন বান্ধবীকে জোর করে অ্যাসিড খাইয়ে সমুদ্রে ধাক্কা মেরে ফেলে দিল বছর কুড়ির যুবক। শনিবার সন্ধে নাগাদ মুম্বই শহরতলির গরাই সমুদ্রসৈকতে এমনটাই ঘটেছে। অভিযুক্ত যুবক জিতেন্দ্র সখপালকে আজ আদালতে তোলা হলে, তাকে ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার চার্জ এনেছে পুলিশ।
১৮ বছর বয়সী তরুণী কলেজে পড়েন। তিনি ও ওই যুবক, দু’জনেই মুম্বইয়ের দহিসরের বাসিন্দা। কিছু সময়ের জন্য দু’জনের মধ্যে এক রকম সম্পর্কও তৈরি হয়েছিল। পুলিশই জানিয়েছে সে কথা। যুবক বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু মেয়েটির পরিবার তা মেনে নেয়নি। সম্পর্ক ক্রমশ খারাপ দিকে গড়ায়। মেয়েটির এক আত্মীয় বলেন, “আমরা আগেও ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলাম। মেয়েটির ওপর অত্যাচার করত ও। জনসমক্ষে মারধর পর্যন্ত করত। এমনকী মেয়েটি আর ওর বাবাকে খুনের হুমকিও দেয় জিতেন্দ্র।” অন্য এক আত্মীয়র কথায়, “অভিযোগ দায়ের করার পর কয়েক মাস জিতেন্দ্র বেশ চুপচাপ ছিল। আজ হঠাৎই চড়াও হয়।” জিতেন্দ্র বারবার অনুরোধ করায় মেয়েটি গত কাল তার সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন। গরাই জেটিতে দু’জনে দেখা করেন। কিছু ক্ষণের মধ্যেই বাগ্বিতণ্ডা শুরু হয়। তার পরেই অতর্কিতে অ্যাসিড-হানা।
ডিসিপি মহেশ পাটিল জানিয়েছেন, তরুণী বলেছেন তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ায় জিতেন্দ্র। পাটিল আরও বলেন, “মেয়েটির আর্তনাদ শুনতে পেয়েছিলেন এক অটোচালক। তিনিই সঙ্গে সঙ্গে চেঁচিয়ে লোক জড়ো করেন। সবাই মিলে ধরে ফেলেন যুবককে।” ছেলেটি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, মেয়েটি নিজেই অ্যাসিড খেয়েছে। পাটিল জানান, ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। যাকে ঘিরে এত কিছু, সেই তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, মেয়েটির মুখের ১০ শতাংশ পুড়ে গিয়েছে। শরীরের ভিতরে কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। |
|
|
|
|
|