টুকরো খবর |
সিটু ত্যাগ ৩০০ কর্মীর
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে আইএনটিটিইউসিতে যোগ দিলেন সিটুর তিন শতাধিক পরিবহণ কর্মী। রবিবার রামপুরহাট শহরে পৃথক দু’টি অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিইউসি’র রামপুরহাট মহকুমার সভাপতি নব গৌরাঙ্গ দাস বলেন, “ওই কর্মীরা আমাদের দলে যোগ দিতে চেয়ে দীর্ঘদিন থেকে যোগাযোগ করে আসছেন। উচ্চ নেতৃত্বের অনুমতি নিয়ে তাঁদের দলে নেওয়া হয়েছে।” সদ্য প্রাক্তন সিটু কর্মী রফিকুল শেখ, প্রকাশ সাউ, সোহেল শেখদের অভিযোগ, “বর্তমানে নানা ঝামেলায় সংগঠনের উচ্চ নেতৃত্বকে আমরা পাশে পায়নি। তা ছাড়া, বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তাদের পাশে থেকে নানা উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পাব, এই আশাতেই সংগঠন ছেড়েছি।” সিপিএমের রামপুরহাট ২ জোনাল সম্পাদক সঞ্জীব বর্মনের দাবি, “সততা ও নিয়ম-নীতি মেনে ট্রেড ইউনিয়ন চালাতে বলা হয়েছে। তাতে যাঁদের অসুবিধা আছে তাঁরা যদি চলে যায়, আমাদের কোনও ক্ষতি হবে না। বরং ভালই হবে।”
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
বাজ পড়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। রবিবার দুপুরে সাঁইথিয়ার নেতুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিপদতারণ বিপ্তার (১৪)। তার বাড়ি নেতুর গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে স্থানীয় বিলসা হাইস্কুলের ওই ছাত্র নিজের বাড়ির বারান্দায় চৌকিতে বসেছিল। বাইরে বৃষ্টি পড়ছিল। বিকেল সাড়ে তিনটে হঠাত্ই বাজ পড়ে সে মারা যায়।
|
কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নানা দাবিতে বোলপুরে দু’ দিনের একটি অধিবেশন ও কর্মশালার আয়োজন করল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। শনিবার শুরু হওয়া ওই কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৫০০ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন।
|
কর্মিসভা |
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিতর্কিত বক্তৃতার ভিডিও প্রয়োজনে আদালতের হাতে তুলে দেওয়ার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার সাঁইথিয়ার রবীন্দ্রভবনে এক দলীয় কর্মিসভায় যোগ দিয়ে তিনি বলেন, “মনিরুল ইসলাম নিজের বক্তৃতায় দু’জনকে খুন করার কথা স্বীকার করেছিলেন। সাঁইথিয়ার কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত-র মাথা কেটে নেওয়ারও হুমকি দিয়েছিলেন। মনিরুল-অনুব্রত কংগ্রেসকে হাজার হুমকি দিক। তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। ওরা কংগ্রেসের কিছুই করতে পারবে না। মনিরুলের স্বীকারোক্তির ওই ভিডিও আমরা আদালতে দাখিল করব।” |
|