চিত্র সংবাদ |
|
সিধো-কানহো ধুরমাল স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পাবড়া সবুজ সঙ্ঘ।
রবিবার কাশীপুরের পড়াশিয়া মাঠে তারা উপড়রা একাদশকে ১-০ গোলে হারায়।—নিজস্ব চিত্র। |
|
হুড়ার হিজুলি গ্রামের ক্যাশ্যাগাড়া ময়দানে দু’দিনের ফুটবল প্রতিযোগিতা
শেষ হল রবিবার। ফাইনাল ম্যাচে পুঞ্চার আমাকোচা আদিবাসী ফুটবল দল
হুড়ার বিএমএস স্পোটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।—নিজস্ব চিত্র। |
অনিশ্চয়তা
|
কংসাবতী নদী গ্রাস করেছে বাড়ির একাংশ। ১০ মাসের শিশুকে নিয়ে সারেঙ্গা ব্লকের
গাংনালা গ্রামের অপর্ণা রজক
স্বামীর সঙ্গে উঠে যান ত্রাণ শিবিরে। এখন শিবির বন্ধ।
ত্রিপল খাটিয়ে ভাঙা বাড়িতেই ফিরে এসেছেন তাঁরা।— নিজস্ব চিত্র। |
ফুটবল ফাইনাল
|
রবিবার দুবরাজপুরের রাধামাধবপুরে ফুটবল প্রতিযোগিতায় রামপুরহাটের ইদরাকপুর আদিবাসী
যুব সঙ্ঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বর্ধমানের উখড়া আদিবাসী ইউনাইটেড ক্লাব।
রাধামাধবপুর আদিবাসী শান্তি সঙ্ঘ
১৯৯০ সাল
থেকে ওরাওঁ সম্প্রদায়ের
বিভিন্ন
দলের মধ্যে
এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। ছবি: দয়াল সেনগুপ্ত। |
|
৬০ নম্বর জাতীয় সড়কের ধুলো দূষণ নিয়ে বারবারই অভিযোগ তোলেন বাসিন্দারা।
অতীতে এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধও হয়েছে।
তবুও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় চিত্রটা একটুও বদলায়নি।
তিলপাড়া ব্যারাজের কাছে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়। |
|