কম ওজনের বাটাখারা ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক মাছ বিক্রেতাকে। ধৃতের নাম ফটিক ধীবর। বাড়ি মেহেদিবাগানে। রবিবার সকালে জেলা এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি অসিত ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল বাজারে-বাজারে অভিযান চালাতে গিয়ে তাঁকে গ্রেফতার করে। এ দিন বর্ধমানের স্টেশন সংলগ্ন ও তেঁতুলতলা বাজারের এনফোর্সমেন্ট বিভাগ অভিযান চালায়। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বাজারে সব্জির লাগামছাড়া দাম নেওয়া হচ্ছে কি না, তা দেখতেই এ দিন দু’টি বাজারে গিয়েছিল এনফোর্সমেন্ট বিভাগ। স্টেশন বাজারে গিয়ে দেখা যায়, ওই মাছ বিক্রেতা ৫০০ গ্রামের যে বাটখারা ব্যবহার করছেন, তার প্রকৃত ওজন ৪২৫ গ্রাম। তাই তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। প্রতি দিনই বর্ধমান শহর তথা জেলার নানা বাজারে এমন অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
|
বাস থেকে পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাস থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে কাটোয়া শহরের কাছে পাঁচঘড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃত যাত্রীর নাম আফসার আল মল্লিক (৩৫)। তাঁর বাড়ি কাটোয়ার অর্জুনডিহি গ্রামে। পুলিশ জানায়, এ দিন পেশায় বাস কর্মী ওই যুবক কাটোয়া ব্যসস্ট্যান্ড থেকে কাটোয়া রুটের শেষ বাস ধরে বাড়ি ফিরছিলেন। তখনই বাস থেকে পড়ে মারা যান তিনি। |