টুকরো খবর
খনিগর্ভে জল, বন্ধ উৎপাদন
বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শ’খানেক খনি কর্মী। ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া এরিয়ার লছিপুর কোলিয়ারিতে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ খনির গর্ভে জল ঢুকে যায়। সেই সময়ে শ’খানেক কর্মী খনির নীচে কাজ করছিলেন। দ্রুত তাঁদের উপরে নিয়ে আসা হয়। এর পরে উৎপাদন বন্ধ হয়ে যায় ওই কোলিয়ারিতে। ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রমিক সংগঠনগুলি কোলিয়ারি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে খনিগর্ভের জল বের করে কাজ শুরু করতে হবে। এই ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সিটু নেতা মলয় বসুরায় জানান, উপরতলায় কাজ শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগে। সেখানে প্রচুর জল জমেছিল। তিনি দাবি করেন, ১৫ দিন আগে থেকে দায়িত্বপ্রাপ্ত ওভারম্যান বারবার কর্তৃপক্ষকে খনিগর্ভে যে কোনও সময়ে জল ঢুকে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাতে কান দেননি বলে তাঁর অভিযোগ। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, উপরতলার কাজ শেষ হয়েছে অনেক দিন আগে। উপরের কিছু ফাঁকা জায়গায় জল জমে ছিল। দিন কয়েকের প্রবল বৃষ্টিতে ওই খনিগর্ভে বাইরের জল ঢুকে যায়। কোনও ভাবে অতিরিক্ত জলের চাপে ঢাল ভেঙে জল নীচের তলায় ঢুকে যায়। সাবমার্সিবল পাম্পের সাহায্যে জল বের করে উৎপাদন চালু করা হবে বলে জানান তিনি। সংস্থার তরফে নিরপেক্ষ তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ইসিএল সূত্রে খবর, দু’দিন উযপাদ বন্ধ থাকায় প্রায় বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খাস কাজোড়ায় মারপিট, ধৃত ১০
দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল সিপিএমের দশ জন কর্মী-সমর্থককে। রবিবার অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারির ঘটনা। তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মি ত্র জানান, খাস কাজোড়া কোলিয়ারির হাজিরাবাবু পদে কাজ করেন সিপিএম নেতা বিষণদেব নুনিয়া। কাঞ্চনবাবু অভিযোগ করেন, কোলিয়ারির কর্মী দুই তৃণমূল সমর্থককে কিছু দিন ধরে তাঁদের দলে যোগ দেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন সিপিএম নেতা-কর্মীরা। অভিযোগ, শনিবার জামাল মিঞা ও হরক কোড়া নামে ওই দুই কর্মী কাজে গেলেও হাজিরাখাতায় তাঁদের অনুপস্থিত দেখানো হয়। রবিবার সকাল ৮টা নাগাদ আবার তাঁরা দু’জন কোলিয়ারিতে কাজে যান। তাঁরা বিষণদেববাবুর কাছে জানতে চান, কাজ করা সত্ত্বেও অনুপস্থিত দেখানো হল কেন। অভিযোগ, এর পরেই এক দল সঙ্গীকে নিয়ে ওই দুই তৃণমূল সমর্থককে মারধর করেন ওই সিপিএম নেতা। তৃণমূলের অন্য কর্মীরা দু’জনকে উদ্ধার করে কাজোড়া এরিয়া হাসপাতালে ভর্তি করেন। জামাল মিঞা ও হরক কোড়া জানান, অন্ডাল থানায় অভিযোগ করেছেন। বিষণদেববাবুর অবশ্য পাল্টা দাবি, তাঁদের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশ জানায়, বিষণদেব-সহ ১০ জনকে ধরা হয়েছে।

রানিগঞ্জে চুরি
সদর দরজার তালা ভেঙে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের তিওয়ারি পাড়ায়। গৃহকর্তা সন্দীপ সিংহ জানান, সপরিবারে তাঁরা রানিগঞ্জ গির্জা পাড়ায় গিয়েছিলেন। শনিবার রাতে ফিরে দেখেন দরজা ভাঙা। টাকা, সোনা, রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তিনি পুলিশে অভিযোগ করেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.