নৈশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল শ্যামসুন্দর অ্যানেক্স সেভেন স্টার ক্লাব। শনিবার মন্তেশ্বর মাইচপাড়ায় ভারুচা ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয় তারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৬ ওভারে ৮৫ রান করে শ্যামসুন্দর। জবাবে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করে ভারুচা। দ্য চামুণ্ডা সঙ্ঘ আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল। এ দিন খেলা শেষে আয়োজক সংস্থার তরফে দু’দলের হাতেই নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়।
|
কালনা মহকুমা ফুটবল লিগের একটি মুহূর্ত। শনিবার মধুমিতা মজুমদারের তোলা ছবি। |
কালনা মহকুমা ফুটবল লিগে জয়ী হল শ্যামগঞ্জ স্পোর্টিং ক্লাব। শনিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে তারা ইয়ং বেঙ্গল ক্লাবকে ২-১ গোলে হারায়। খেলার প্রথমার্ধে দুটি গোল করে এগিয়ে যায় শ্যামগঞ্জ স্পোর্টিং। পরে ইয়ং বেঙ্গলও পাল্টা এক গোল করে। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও দলই গোল করতে পারেনি।
|
বিবেকানন্দ ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল মহাল অ্যাকাডেমি (হুগলি)। তারা ডামরা কোটাল-ডি মাঠে অরবিন্দ ক্লাব চিত্তরঞ্জনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। এ দিন খেলার সেরা হন বিজয়ী দলের অলোক বড়ুয়া।
|
আট দলের ফুটবল প্রতিযোগিতা শুরু হল কেতুগ্রামের রসুই সঙ্ঘের উদ্যোগে। শনিবার উদ্বোধনী খেলায় কালনা ফুটবল অ্যাকাডেমি টাইব্রেকারে ৪-২ গোলে শ্যাওড়াফুলি একাদশকে হারায়। প্রতিযোগিতার উদ্বোধন করেন কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বনানী মাঝি। |