কোচবিহার জেলা পরিষদের বিরোধী দলনেতার আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়ল সিপিএম। শনিবার বিরোধী দলনেতা স্থির করতে সিপিএমের জেলা কার্যালয়ে বামফ্রন্টের দুই শরিক দলের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে এবার তৃণমূল ২৭টি আসন পায়। দুই বাম শরিক সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক উভয়ই ৩টি করে আসন পায়। এদিনের বৈঠকে প্রথমে বিরোধী দলনেতার পদটি সিপিএম নিজের কাছে রাখতে চাইলেও, জেলায় বিধায়ক এবং সাংসদদের সংখ্যা বেশি থাকার যুক্তি দেখিয়ে ফরওয়ার্ড ব্লক বিরোধী দলনেতার পদটি দাবি করে। দু’পক্ষের যুক্তি-পাল্টা যুক্তির পরে শেষ পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের তিন দফায় জয়ী সদস্য জয়শ্রী রায়কে বেছে নেওয়া হয়।
জেলা পরিষদের কাজকর্ম নজর রাখতে এদিনের বৈঠকে দুই শরিকের বাকি নির্বাচিত সদস্যদের নিয়ে মনিটরিং কমিটি গঠন হবে বলে স্থির হয়েছে। বৈঠকের পরই এদিন জেলা বামফ্রন্টের সভাতেও ওই সিদ্ধান্ত অনুমোদন করে নেওয়া হয়। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “আলোচনার ভিত্তিতেই বিরোধী দলনেতা হিসাবে জয়শ্রী রায়ের নাম চূড়ান্ত হয়েছে।” সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায়ও বলেন, “দুই দলের নির্বাচিত সদস্য সংখ্যা সমান হলেও আমরা এবার অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চেয়েছি।”
ফ্রন্ট সূত্রে জানা গিয়েছে, জেলায় ৪ জন বাম বিধায়ক ও সাংসদ সকলেই ফরওয়ার্ড ব্লকের। রাজ্যসভার একটি সাংসদ পদ ছাড়া সিপিএমের জেলায় বিধায়ক বা লোকসভার কোনও প্রতিনিধিত্ব নেই। সে কারণেই জেলা পরিষদের স্থায়ী সমিতিতে সাংসদ-বিধায়কদের সদস্যপদ থাকার কথা মাথায় রেখেই ছোট শরিককে বিরোধী দলনেতার পদটি ছেড়ে দিতে রাজি হয় সিপিএম।
যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরে জেলার দুই পুরসভার দুটি আসনের উপনির্বাচনের কথা মাথায় রেখেই জেলা পরিষদের বিরোধী নেতা নির্বাচন নিয়ে তিক্ততা এড়াল দুই শরিক। |