সচিন তেন্ডুলকরকে নিয়ে দুষ্প্রাপ্য স্মারক বই ইডেনের দর্শকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার দিনই মুম্বই থেকে সিএবি-তে এসে পৌঁছল বোর্ডের ফতোয়া। যার জেরে ইডেনে আনকোরা উইকেটে খেলতে হবে সচিনকে। ঐতিহাসিক টেস্টের আগে কোনও ম্যাচ ওই উইকেটে খেলানো যাবে না। ফলে বেশ অস্বস্তিতে অভিজ্ঞ ইডেন কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়।
শনিবারই এল বোর্ডের সেই নির্দেশ। বোর্ডের সিএও প্রফেসর রত্নাকর শেঠি সিএবি যুগ্মসচিব সুজন মুখোপাধ্যায়কে ফোনে জানান, টেস্ট ম্যাচের আগে ১৫ দিন ইডেনে কোনও ম্যাচ খেলানো যাবে না। সুতরাং সচিন তেন্ডুুলকর ইডেনে যে উইকেটে নামবেন, সেই উইকেট পরখ করে দেখার কোনও উপায়ই রইল না। ২৭ অক্টোবর থেকে বাংলার প্রথম রঞ্জি ম্যাচ খেলিয়ে উইকেট পরখ করে নেওয়ার যে পরিকল্পনা ছিল, তা আপাতত শিকেয় তুলতে হয়েছে। |
প্রবীরবাবু আগেই জানিয়েছিলেন, বাংলা-বরোদা ম্যাচ খেলিয়ে তিনি ইডেনের ঐতিহাসিক টেস্টের উইকেটকে ‘ফাইন-টিউন’ করে নিতে চান। কিন্তু সেই সুযোগ আর পাচ্ছেন না। বোর্ডের নির্দেশের খবর শুনে হতাশ প্রবীরবাবু বললেন, “একটা ম্যাচ খেলিয়ে নিলে আর উইকেটটা নিয়ে কোনও সংশয় থাকত না। এমন একটা ম্যাচের উইকেট নিয়ে কোনও ঝুঁকি না নিলেই বোধহয় ভাল হত। কোনও গণ্ডগোল হলে তো আমাকেই সবাই দোষী করবে।”
ইডেনের আনকোরা উইকেট সচিনের সঙ্গে কেমন ব্যবহার করবে, তার নিশ্চয়তা না থাকলেও সিএবি কর্তারা এই টেস্টকে চিরস্মরণীয় করে রাখার ব্যাপারে নিশ্চিত। এই ম্যাচের টিকিট যেমন স্মারক হিসেবে রেখে দেওয়ার মতো হবে, তেমন ভাগ্যবান ইডেন দর্শকরা আর একটি স্মারকও যত্ন করে রেখে দিতে পারবেন। সেটি সচিনকে নিয়ে স্মারক বই। এই বইয়ে একাধিক কিংবদন্তি ক্রিকেটার-সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের লেখা থাকবে। বিষয় অবশ্যই সচিন তেন্ডুলকর। তাঁর বেশ কিছু দুষ্প্রাপ্য ছবিও থাকবে এই বইয়ে। সাধারণ দর্শকরা ইডেনে ম্যাচের পাঁচ দিনই গ্যালারিতে এই স্মারক বই কিনতে পারবেন। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের এই বই উপহার দেবে সিএবি। দেওয়া হবে সচিনকেও। |