নিষিদ্ধ বাজি ধরতে এ বার উড়ুক্কু যান
পনি শহরের কোনও এক বহুতলের বাসিন্দা? মনস্থির করেছেন কালীপুজোর রাতে বহুতলের ছাদ থেকে নিষিদ্ধ বাজি ফাটাবেন। তা হলে সাবধান!
কলকাতা পুলিশের অদৃশ্য চোখ উড়ুক্কু যান (আনম্যান্ড এরিয়াল ভেহিক্ল) আপনার উপরে নজর রাখবে। পুলিশ জানিয়েছে, এত দিন কালীপুজোর রাতে শহরের বহুতলগুলিতে নিষিদ্ধ বাজি ফাটানো ঠেকাতে বেশির ভাগ বহুতলের ছাদে মোতায়েন থাকতেন পুলিশকর্মীরা। অনেক ক্ষেত্রে আবাসিকদের সচেতনতার উপরেই ভরসা করতে হত। এ বার নিষিদ্ধ শব্দবাজিকে বাগে আনতে কালীপুজোর রাতে পুলিশ মোতায়েনের পাশাপাশি চালকবিহীন উড়ুক্কু যানের নজরদারিও চলবে। পুজোর সময়ে এবং বিসর্জনের দিনগুলিতেও নজরদারির জন্য ব্যবহার করা হয়েছিল ওই যান।
লালবাজার সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, শহরের যে সব এলাকার বহুতলে সাধারণত বেশি মাত্রায় শব্দবাজি ফাটে, তেমনই কয়েকটি এলাকায় ওই চালকবিহীন যানের সাহায্যে নজরদারি চালানো হবে। এখন কলকাতা পুলিশের কাছে নজরদারির জন্য এই ধরনের একটি যানই রয়েছে। পুলিশকর্তাদের দাবি, কালীপুজোর আগে আরও কয়েকটি উড়ুক্কু যান হাতে পাবেন তাঁরা।

নজরদারির সেই চোখ।
পুলিশ জানায়, আড়াইশো মিটার উপর থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে ওই যানটি। কোনও একটি জায়গা থেকে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হবে সেটিকে। ওই যানে লাগানো ক্যামেরা থেকে দিনের পাশাপাশি রাতের ছবিও দেখতে পাবেন কন্ট্রোল রুমে থাকা পুলিশকর্তারা। সেখান থেকেই জানা যাবে, কোন আবাসনে নিষিদ্ধ শব্দবাজি পোড়ানো হচ্ছে।
লালবাজারের কর্তারা তবুও চিন্তায় রয়েছেন শব্দবাজি ঠেকানো নিয়ে। তাঁদের ব্যাখা, এ বার কত ডেসিবেলের উপর থেকে শব্দবাজি নিষিদ্ধ হবে, তা নিয়ে কিছুদিন আগে পর্যন্তও কোনও নির্দেশ ছিল না দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে। ফলে শুরু করা যায়নি নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান। এক সপ্তাহ আগে অবশ্য ৯০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দবাজি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
পুলিশকর্তাদের আশঙ্কা, ওই নোটিস জারি করতে অনেক দেরি হয়ে গিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাফিলতির সুযোগ নিয়ে কলকাতা-সহ সারা রাজ্যে ইতিমধ্যে মজুত করা হয়ে গিয়েছে নিষিদ্ধ শব্দবাজি। তাঁদের আরও আশঙ্কা, ভিন্ রাজ্য থেকে ইতিমধ্যেই নিষিদ্ধ শব্দবাজি শহরে ঢুকেছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা-সহ এ রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি।
পুলিশ সূত্রের খবর, কলকাতায় প্রতি বছর দুর্গাপুজোর আগেই শব্দবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে পুলিশ। দশমীর পরে তা আরও জোরদার হয়। তারাতলা, বাবুঘাট, উল্টোডাঙা-সহ শহরে ঢোকার নানা রাস্তায় শুরু হয় নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান। কিন্তু এ বার তা শুরু হয়েছে দশমীর অনেক পর থেকে। লালবাজার সূত্রের খবর, গত বছর কালীপুজোর আগে কলকাতা পুলিশ এলাকা থেকে প্রায় ১৫ হাজার কিলোগ্রাম নিষিদ্ধ বাজি আটক করেছিল পুলিশ। শনিবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বাবুঘাটের কাছে একটি ম্যাটাডর থেকে ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ বাজি আটক করেছে। গ্রেফতার হয়েছে দু’জন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.