পূর্বাঞ্চলে তাদের সদর দফতর কলকাতায় করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক। সেটি গড়া হচ্ছে রাজারহাট নিউটাউনের ফিনান্সিয়াল হাব বা আর্থিক পরিষেবা শিল্প তালুকে। রাজ্য এর জন্য ইউনিয়ন ব্যাঙ্ককে প্রায় আড়াই একর জমি বরাদ্দ করেছে। শনিবার সেই জমিতেই প্রস্তাবিত ইউনিয়ন ব্যাঙ্ক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিএমডি দেবব্রত সরকার।
ওই অনুষ্ঠানে রাজ্য নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি দেবাশিস সেন জানান, “এ নিয়ে মোট ৯টি আর্থিক সংস্থা ওই তালুকে দফতর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক-সহ ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আরও কিছু ব্যাঙ্ক প্রস্তাব দিয়েছে। সেগুলি বিবেচনাধীন। ন্যাশনাল ইনশিওরেন্সও সেখানে দফতর গড়বে।” রাজারহাটে বিশ্ব মানের আর্থিক পরিষেবা শিল্প তালুক গড়ে তোলাই রাজ্যের লক্ষ্য বলে জানান দেবাশিসবাবু।
দেবব্রতবাবু জানান, রাজারহাটের দফতরটি থেকে পূর্বাঞ্চলের সমস্ত প্রশাসনিক কাজকর্ম করা হবে। সেখানে ব্যাঙ্কের অফিসারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
পূর্বাঞ্চলে ব্যবসা সম্প্রসারণে মার্চের মধ্যেই এখানে নতুন ৫০টি শাখা চালু করবে তারা। যার ১০টিই হবে রাজ্যে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে ইউনিয়ন ব্যাঙ্কের মোট ব্যবসা ৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করেন দেবব্রতবাবু। তিনি বলেন, “ছোট ও মাঝারি শিল্পে ঋণ বাড়াতে বিভিন্ন প্রকল্প ঢেলে সাজা হবে। খাদ্যশস্য সংরক্ষণে গুদাম তৈরি ছাড়াও, কৃষিপণ্য পরিবহণ এবং কৃষি ভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ঋণ দেওয়ার ভাল সুযোগ আছে।” বিদেশেও ব্যবসা সম্প্রসারণে শীঘ্রই বেলজিয়ামে হিরে ব্যবসার প্রধান কেন্দ্র অ্যানটোয়ার্পে শাখা খুলছে ব্যাঙ্ক। অস্ট্রেলিয়ার সিডনিতেও শাখা খুলতে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছে তারা। বর্তমানে হংকং, দুবাই ও লন্ডনে ব্যাঙ্কের শাখা রয়েছে। |