টুকরো খবর
এমসিএক্স কর্ণধার জাভালগেকরের ইস্তফা
আগাম লেনদেন সংস্থা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স)-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগ্জিকিউটিভ অফিসারের পদ থেকে ইস্তফা দিলেন শ্রীকান্ত জাভালগেকর। এমসিএক্সের তরফ থেকে শনিবার বম্বে স্টক এক্সচেঞ্জকে এ খবর জানিয়ে বলা হয়েছে, তাঁর এই ইস্তফা সংস্থার পরিচালন পর্ষদের অনুমোদন সাপেক্ষ। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছেন জাভালগেকর। উল্লেখ্য, জিজ্ঞেশ শাহের ফিনান্সিয়াল টেকনোলজিসের হাতে এমসিএক্সের ২৬% শেয়ার আছে। এই গোষ্ঠীর হাতে এমসিএক্স, এমসিএক্স স্টক এক্সচেঞ্জ ছাড়াও রয়েছে ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ। অগস্টে দাম মেটানোর সঙ্কটে পড়ে বর্তমানে বন্ধ স্পট এক্সচেঞ্জ। শাহ এবং এমসিএক্স স্টক এক্সচেঞ্জের এমডি-সিইও জোসেফ মাসে ইতিমধ্যেই গত ৯ অক্টোবর ইস্তফা দিয়েছেন পরিচালন পর্ষদ থেকে। সেবি-র ডাকা এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং-এর আগেই তাঁরা পদ ছাড়েন। গত ৪ অক্টোবরই সাহ, মাসে ও জভালগেকরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জরি করে আগাম লেনদেন সংক্রান্ত নিয়ন্ত্রক ফরওয়ার্ড মাকের্টস কমিশন। ১৮ অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়। তাঁরা অবশ্য এ জন্য এক মাস বাড়তি সময় চান। নতুন ম্যানেজিং ডিরেক্টর ও স্বাধীন ডিরেক্টর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার বৈঠকে বসছে এমসিএক্স পর্ষদ।

মুনাফায় টান সিমেন্ট শিল্পে
নির্মাণ শিল্পে মন্দার কারণে মুনাফা কমছে দেশের সিমেন্ট সংস্থাগুলির। এর আগে কেন্দ্র নির্মাণ শিল্পের জন্য বড় পরিকল্পনা হাতে নিলেও, এখনও পর্যন্ত তার খুব কমই বাস্তবায়িত হয়েছে। বিশেষত যেগুলির ক্ষেত্রে ঋণ নেওয়া হয়েছে, চড়া সুদের কারণে সেগুলিও ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি, কাঁচামাল এবং বিদ্যুতের দাম বাড়ার কারণে টান পড়ছে সংস্থাগুলির মুনাফায়। শনিবার আদিত্য বিড়লা গোষ্ঠীর সংস্থা আলট্রাটেক সিমেন্ট জানিয়েছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিকে মুনাফা গত বারের থেকে কমেছে অর্ধেকরও বেশি। দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকায়। নিট বিক্রিও কমেছে প্রায় ৪%। দেশের চলতি আর্থিক অবস্থায় কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সংস্থাগুলিকে। আগামী বছরেও এই অবস্থা চলবে বলেই আশঙ্কা করছে তারা।

উৎপাদন কমছে জাম্বো জেটের
চাহিদা তলানিতে ঠেকায় বড় বিমান ‘৭৪৭-৮’ জাম্বো জেটের উৎপাদন কমাচ্ছে মার্কিন সংস্থা বোয়িং। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল পর্যন্ত প্রতি মাসে পুরো দু’টি বিমানও তৈরি করা হবে না। বরং একটি সম্পূর্ণ বিমান ও আর একটির অর্ধেক অংশ তৈরি করবে তারা। এর আগে প্রতি মাসে একটি সম্পূর্ণ ও অপর বিমানের ৭৫% কাজ করত ওই সংস্থা। বোয়িং-এর দাবি, মন্দা কাটিয়ে এখনও পুরোপুরি ছন্দে ফেরেনি বিশ্ব অর্থনীতি। সেই কারণে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে আগামী দিনে উন্নতি হলে, তা পরিবর্তন করা হবে।

স্কাইটেকের উদ্যোগ
বিমানবন্দর ও বিমান সংস্থাগুলির তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজের জন্য কলকাতার দিকে নজর দিচ্ছে মার্কিন মুলুক। এই ব্যবসাকে পাখির চোখ করে সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিচ্ছে তথ্যপ্রযুক্তি সংস্থা স্কাইটেক সলিউশন্স। চ্যাটার্জি গোষ্ঠী ও ইউনাইটেড এয়ারলাইন্স-এর যৌথ উদ্যোগ স্কাইটেকের দাবি, উড়ান ও পর্যটন ছাড়াও ব্যবসা বাড়ছে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে। ব্যবসা সামাল দিতে কর্মী সংখ্যাও বাড়ানো হচ্ছে। কলকাতা কেন্দ্রে ইতিমধ্যেই ৫০ জন কর্মী নিয়োগ করা হয়েছে।

নয়া জমা প্রকল্প
পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আমানত প্রকল্প চালু করল আইডিবিআই ব্যাঙ্ক। এই ‘গোল্ডেন জুবিলি ফ্রিডম ডিপোজিট’ প্রকল্পে ৫০০ দিন ও ৫০ মাসের আমানতে মিলবে যথাক্রমে ৯.৪০% ও ৯.২৫% সুদ। প্রবীণ নাগরিকরা দু’টি প্রকল্পেই ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। সুযোগ মিলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.