|
|
|
|
হাইকোর্টে জামিনের আর্জি লালুর |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচির সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হলেন লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত আরজেডি শীর্ষনেতার আইনজীবী চিত্তরঞ্জন আজ এ কথা জানান। তিনি বলেন, “ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। সেটিতে আমার মক্কেলের জামিনের আর্জির পাশাপাশি, তাঁর সাজা এবং জরিমানার উপর স্থগিতাদেশ জারির আবেদনও করা হয়েছে।” তিনি আরও জানান, বিচারপতি আর আর প্রসাদের এজলাসে ওই আবেদন দাখিল করা হয়েছে। আগামীকাল, শুক্রবার সেটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পশুখাদ্য কেলেঙ্কারির ‘চাইবাসা ট্রেজারি’ মামলায় রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রভাসকুমার সিংহ, লালুপ্রসাদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। লালুর পাশাপাশি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র এবং আরও ৪৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। সকলেরই ৩ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হয়েছে। চাইবাসা কোষাগার (ট্রেজারি) থেকে বেআইনিভাবে ৩৭ কোটি ৭০ লক্ষ টাকা লোপাটের অভিযোগ ছিল লালুপ্রসাদদের বিরুদ্ধে। ওই মামলাতেই সাজা হয়েছে তাঁদের।
৯০-এর দশকে বিহারে আরজেডি শাসনের সময় ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তদন্তের পর এ সংক্রান্ত ৫৩টি মামলা দায়ের করে সিবিআই। ইতিমধ্যে বিভিন্ন সিবিআই আদালতে ৪৫টি মামলার রায় দেওয়া হয়েছে। লালুর বিরুদ্ধে এখনও ওই কেলেঙ্কারির আরও চারটি মামলা চলছে।
|
পুরনো খবর: করজোড়, তবু ভোট-দরজা বন্ধ এক দশক |
|
|
|
|
|