মাসখানেক আগে কেনিয়ার ওয়েস্টগেট মলটা তছনছ করে দিয়েছিল ওরা। আল শাবাব গোষ্ঠীর জঙ্গিরা, যারা নির্বিচারে গুলি করে মেরেছিল নিরপরাধ ৬৭ জনকে। আহত হন আরও অনেকে। এখনও খোঁজ
মেলেনি অনেকের।
চার দিনের সেই হত্যালীলার প্রথম দিন, অর্থাৎ ২১ সেপ্টেম্বরের একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তাতে শব্দ শোনা না গেলেও নানা ব্যক্তির মুখের ভাব থেকেই স্পষ্ট কতটা মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তাঁদের।
দেখা গিয়েছে, মানুষ খুন এতটাই তুচ্ছ বিষয় জঙ্গিদের কাছে যে গুলি চালানোর ফাঁকে মোবাইলে কথা বলা, নমাজ পড়ার মতো কাজও সেরে ফেলেছে তারা।
মোবাইলে কথা বলতে বলতেই ওয়েস্টগেটে ঘুরতে আসা ভীত, সন্ত্রস্ত মানুষগুলোকে লক্ষ্য করে হঠাৎ কোমরে বাঁধা বন্দুক থেকে গুলি চালাচ্ছে এক জঙ্গি। চোখের সামনে একের পর এক মানুষকে লুটিয়ে পড়তে দেখেও তাদের কারও এতটুকু ভ্রূক্ষেপ নেই। তাদের চলার পথে কোনও সাধারণ মানুষ চোখে পড়লেই খতম করছিল তারা।
অথচ তার মধ্যেই কয়েক জন জঙ্গিকে দেখা যাচ্ছে পা থেকে জুতো খুলে রেখে মলেরই একটি দোকানের এক কোণে হাঁটু মুড়ে বসে পড়েছে। সঙ্গীরা মুহুর্মুহু গুলি বর্ষণ করছে। আর তারা নমাজ পাঠে ব্যস্ত।
ভিডিও ফুটেজে ধরা পড়েছে এমন নানা ভয়ঙ্কর মুহূর্ত। মলের মেঝেতে রক্তের স্রোত। সেখানেই পড়ে গোঙাচ্ছেন এক ব্যক্তি। এক বন্দুকবাজ তাকে দেখে চলে গেলেও আবার ফিরে আসে। আবার গুলি করে তাকে। গুলি চালাতে চালাতেই তারা আবার উপরের দিকে খুঁটিয়ে দেখে নেয় নজরদারি ক্যামেরা রয়েছে কি না। আর নাইরোবির মলে কেনাকাটা করতে আসা অনেককে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানের আশপাশে আত্মগোপন করে থাকতে। কেউ কেউ আবার ছুটছেন প্রাণ বাঁচাতে। আর ভয়ে নড়তে না পেরে রক্তাক্ত মেঝেতেই পড়ে রয়েছেন অনেকে। যদি ও ভাবেও প্রাণ বাঁচে। যদি জঙ্গিরা ভাবে, ওঁরা মরেই গিয়েছেন।
মলের পার্কিং লটেও গুলি চালাতে ছাড়েনি জঙ্গিরা। সেখানে খুঁজে খুঁজে মানুষ মারতে দেখা গিয়েছে দু’জন জঙ্গিকে। যাঁরা পালানোর চেষ্টা করছেন, গুলির আঘাতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। আর বাকিরা আশ্রয় নিয়েছেন গাড়ির তলায়। পার্কিং লট-এর জঙ্গিরা গিয়ে মলের
অন্য জঙ্গিদের সঙ্গে যোগ দেয়। পণবন্দিদের পাহারা দেওয়ার জন্য।
এর পর মলের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে এমন নানা দৃশ্যের পুনরাবৃত্তি। অনেক পণবন্দিকে দেখা যাচ্ছে, যাঁরা পরে মুক্তি পেয়েছেন। আর অনেকের সেই সৌভাগ্য হয়নি।
ওয়েস্টগেটে হত্যালীলার এক মাস পেরোতে চলেছে। অথচ এখনও স্পষ্ট নয় অনেক তথ্য। ভিডিও ফুটেজে যে জঙ্গিদের দেখা গিয়েছে, তারা কি আদৌ ধরা পড়েছে? কেনিয়ার সেনা কত জন জঙ্গিকে মেরেছিল? মলের যে অংশ ভেঙে পড়েছিল, তার ধ্বংসস্তূপে চাপা পড়েছে ক’জন জঙ্গি আর সাধারণ মানুষ? সে দিন মোট কত জন জঙ্গি ওয়েস্টগেটে হামলা চালিয়েছিল?
কয়েক জন তদন্তকারী অফিসারের দাবি, মলের মধ্যেই লুকিয়ে রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর। মলের ধ্বংসস্তূপ কিন্তু অন্য কথা বলছে। উত্তর নয়, বরং সেখানে চাপা পড়ে রয়েছে আরও অনেক প্রশ্ন।
|