প্রতীক্ষার অবসান। জাপানে মার্কিন রাষ্ট্রদূত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি-কন্যা ক্যারোলাইন কেনেডি। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের তিক্ত লড়াইয়ের জেরে ১ অক্টোবর তালা ঝোলে মার্কিন প্রশাসনে। বুধবার সে অচলাবস্থা কাটার পর মার্কিন সেনেট ক্যারোলাইনকে জাপানের রাষ্ট্রদূত হওয়ার সম্মতি জানাল।
|
মার্কিন প্রশাসনের উচ্চপদে ফের এক ভারতীয়। বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিশা দেশাই বিসওয়ালকে আগেই মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই মনোনয়নে এ বার সিলমোহর দিল মার্কিন সেনেট।
|
সিরিয়া নিয়ে শান্তি বৈঠক নভেম্বরে হতে পারে বলে আশাবাদী বাসার-আল-আসাদের প্রশাসন। সিরিয়ার উপ প্রধানমন্ত্রী কাদ্রি জামিল জানান, আপাতত ঠিক হয়েছে ২৩-২৪ নভেম্বরে ওই বৈঠক হতে পারে। অন্য দিকে, রাশিয়া সহ-অন্য পশ্চিমী দেশগুলি প্রেসিডেন্ট আসাদকে শীঘ্র এই আলোচনায় বসার জন্য জোর দিচ্ছিল। প্রসঙ্গত, সিরিয়া প্রশাসনকে এর আগে মে মাসেই রাশিয়া ও আমেরিকা এই শান্তি বৈঠক করার কথা বলেছিল। |