আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁসের পর তাঁর সততা নিয়ে কম প্রশ্ন ওঠেনি। কিন্তু সমস্ত বাউন্সার সামলে ভারতীয় বোর্ডের মসনদে ফেরার পর ধাক্কা খাওয়া ভাবমূর্তি ফেরাতে এ বার নারায়ণস্বামী শ্রীনিবাসন নিজেই মাঠে নামলেন। একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড প্রেসিডেন্ট বলে দিলেন, “আমি সৎ। খুবই সৎ। গত ক’মাসে আমার চরিত্র ঠিক কী রকম, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে।”
জামাই গুরুনাথ মইয়াপ্পনের নাম কেলেঙ্কারিতে জড়ানোর পর থেকে আঙুল উঠতে শুরু করে তাঁর দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি ফিরেছে শ্রীনিবাসনের। নিজেই বলেন, “আমায় যাঁরা বহুদিন চেনেন, তাঁরা আমার কথা বিশ্বাস করবেন। কারণ সব সময়েই আমার ফোকাস থাকে পরবর্তী পদক্ষেপের উপর।” স্পট ফিক্সিং নিয়ে বোর্ডের গড়া তদন্ত কমিটি নিয়ে বিতর্কের শেষ ছিল না। অভিযোগ ছিল শ্রীনিবাসন তদন্ত কমিটির কাজে নাক গলিয়েছেন। সাক্ষাৎকারে শ্রীনি কিন্তু বলে দেন, “আমি ভুল কিছু করিনি। সরে দাঁড়িয়েছি। তার পর বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই তদন্ত কমিটি গঠিত হয়। পদ থেকে সড়ে দাঁড়ানোর জন্যই সেই বৈঠকে আমি ছিলাম না। যে তদন্ত কমিটি আমি গড়িনি তার জন্য আমি কী ভাবে দোষী?”
কিন্তু যতই নিজের ঢাক নিজে পেটান না কেন, জনমতের চাপ তো আছেই। সেটা কী ভাবে সামলাবেন? এ বার শ্রীনিবাসন কিছুটা আক্রমণাত্মক। বলে দেন, “জনমতের ব্যাপারে তো আমার কিছু করার নেই। তাই এটা আমাকে প্রভাবিত করে না।” এখানেই শেষ নয়। বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, “আমি রাগ পুষে রাখি না। সে রকম কোনও অনুভূতিই নেই। আমি এ রকমই। আমি শুধু এগিয়ে যেতে চাই। ফিরে এসে (ক্ষমতায়) খুব খুশি। এ বার সামনের দিকে তাকাব।”
পাল্টা বাউন্সারও দিতে ছাড়েননি শ্রীনি। বিশেষ করে সংবাদমাধ্যমকে। বলেন, “আমায় অন্যায় ভাবে টার্গেট করা হয়েছে। টানা আক্রমণ করা হয়েছে। একটা সংবাদপত্রে তো ৯০টা খবর আমাকে নিয়ে বেরিয়েছিল। ১১-১২টা সম্পাদকীয়। ১০-১১ দিন ধরে গোটা প্রথম পাতা জুড়ে ছিল আমাকে নিয়ে লেখা। স্বাধীন ভারতে এমন কখনও হয়নি।” তবে কঠিন সময়ে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো লোকেদের বিরুদ্ধে ‘বদলা’-র মনোভাব নেই সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। “আমি একনায়ক নই। বিতর্কে জড়াতে চাই না। আমার কাজটা করতে চাই। এটা আমার পাকা চাকরি নয়, রুটি-রুজিও আসে না এর থেকে। এটা সাম্মানিক পদ।” কথা প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট করে কিছু জানাননি বোর্ড প্রেসিডেন্ট। শুধু বলেন, “ভারতের ক্রিকেট মরসুমে দেশের মাটিতেই আরও বেশি সিরিজ খেলার ব্যাপারে জোর দিচ্ছি আমরা। এখনও এই সফর নিয়ে আমরা কোনও মন্তব্য করিনি। সময় হলে ঠিক জানাব।”
|