|
|
|
|
ব্রাজিলের টিকিট পেয়ে গেলেন বিশ্বচ্যাম্পিয়নরা |
নিজস্ব প্রতিবেদন |
ক্লাব প্রতিদ্বন্দ্বিতা সাময়িক মুলতুবি রেখে দেশের জার্সি চাপিয়ে মাঠে নেমেছিলেন রোনাল্ডো-সুয়ারেজ-ওজিলরা।
২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আর এক রোমাঞ্চকর পর্বে ব্রাজিলের টিকিট কেটে ফেলল ইংল্যান্ড, স্পেন। আবার রোনাল্ডোর পর্তুগাল, রিবেরির ফ্রান্স ও সুয়ারেজের উরুগুয়ের বিশ্বকাপে খেলার ভাগ্য ঝুলে থাকল ‘প্লে-অফের’ উপর। পাশাপাশি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে সিলমোহর পড়লেও, হারের স্বাদ পেল মেসি-হীন আর্জেন্তিনা।
মঙ্গলবার রাতে ওয়েম্বলিতে পোল্যান্ডকে ২-০ হারিয়ে দিল ইংল্যান্ড। প্রথমার্ধের শেষের দিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ওয়েন রুনির গোলে ১-০ এগোয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শেষের দিকে স্টিভন জেরারের গোলে ম্যাচে জয় নিশ্চিত করে রয় হজসনের দল। ইংল্যান্ডকে জিতিয়ে জেরার বলেন, “ম্যাচটা জিতে স্বস্তি লাগছে। দলের আত্মবিশ্বাস আরও বাড়ল। অনেক পথ চলতে হবে, কিন্তু পরের বছর ভাল ফল করার আশা রাখছি আমরা।” ইংল্যান্ডের মতোই সরাসরি যোগ্যতা অর্জন করল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আলভারো নেগ্রেদো ও খুয়ান মাতার গোলে জর্জিয়াকে ২-০ হারিয়ে। “অনেক ছোট দলের সঙ্গে আমাদের সমস্যা হয়েছে। কিন্তু ফ্রান্সের মতো দলের সঙ্গে ভাল খেলেছি। গ্রুপে শীর্ষে শেষ করে আমি খুশি,” বলেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কি। |
|
ইংল্যান্ডকে বিশ্বকাপের মূলপর্বে তুলে রুনি। ছবি: রয়টার্স। |
লুক্সেমবুার্গকে ৩-০ হারাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কিন্তু আজারবাইজানের সঙ্গে রাশিয়া ১-১ ড্র করায়, গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে শেষ করে প্লে-অফের খপ্পরে পড়তে হল সিআর সেভেনের দলকে। ম্যাচ শেষে নিজের দলের প্রতি তীব্র কটাক্ষ করে কোচ পাওলো বেন্তো বলেন, “আমরা অনেক ম্যাচে খুব বাজে খেলেছি। এখন লক্ষ্য প্লে অফে জিতে ব্রাজিল যাওয়া।” রোনাল্ডোর দলের মতোই প্লে-অফই ভাগ্য নির্ধারণ করবে ফ্র্যাঙ্ক রিবেরির ফ্রান্সের। ফিনল্যান্ডকে ৩-০ হারালেও, গ্রুপ আই-এর দ্বিতীয় স্থানে শেষ করে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারল না দিদিয়ের দেঁশর দল। দারুণ ফর্মে থাকলেও প্লে-অফে দুর্বল দলকেই প্রতিপক্ষ হিসাবে চান রিবেরি। ইউরোপ সেরা ফরাসি ফুটবলার বলেন, “প্লে-অফের দুটো ম্যাচেই খুব ভাল খেলতে হবে। আশা করব পর্তুগাল বা ক্রোয়েশিয়া যাতে আমাদের সামনে না পড়ে।” এ ছাড়াও লিথুয়েনিয়াকে ১-০ হারিয়ে সর্বপ্রথম বিশ্বকাপে খেলবে বসনিয়া-হার্জিগোভিনা। অন্যান্য ম্যাচে ২-০ পিছিয়ে পড়ে আন্দ্রে সুরলের হ্যাটট্রিকের সৌজন্যে সুইডেনকে ৫-৩ হারাল জার্মানি। ম্যাচে গোল করেও চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনাল তারকা মেসুট ওজিলকে। পরিবর্তে নেমেও ইতালিকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচালেন মারিও বালোতেলি। যার গোলের সাহায্যে আর্মেনিয়ার সঙ্গে ২-২ ড্র করে ইতালি। গ্রুপের শীর্ষে শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের কাছে ২-৩ হারল মেসি-হীন আর্জেন্তিনা। ক্রিশ্চিয়ান রডরিগেজ ও সুয়ারেজের গোলের জবাবে জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরান ম্যাক্সি রডরিগেজ। এরপর এডিনসন কাভানির গোলে আর্জেন্তিনার দুর্বল রিজার্ভ দলের বিরুদ্ধে জয় নিশ্চিত হয় উরুগুয়ের। আর্জেন্তিনাকে হারালেও, দক্ষিণ আমেরিকার টেবলে ছয় নম্বরে শেষ করে জর্ডনের সঙ্গে প্লে-অফ খেলেই যোগ্যতা অর্জন করতে হবে উরুগুয়েকে। “দেশের সব মানুষের মতোই চাই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে। যদিও জর্ডনকে হালকা ভাবে নিলে হবে না,” বলেন উরুগুয়ের কোচ তাবারেজ। |
যোগ্যতা অর্জন লড়াই |
ইংল্যান্ড ২- পোল্যান্ড ০, সুইডেন ৫ - জার্মানি ৩,
পর্তুগাল ৩- লুক্সেমবার্গ ০, ফ্রান্স ৩- ফিনল্যান্ড ০,
স্পেন ২ - জর্জিয়া ০, উরুগুয়ে ৩- আর্জেন্তিনা ২ |
|
বিশ্বকাপের ছবি |
• প্লে-অফে খেলবে: পর্তুগাল, ফ্রান্স, উরুগুয়ে, গ্রিস, ইউক্রেন, রোমানিয়া, আইসল্যান্ড, সুইডেন, মেক্সিকো, নিউজিল্যান্ড, জর্ডন।
• যোগ্যতা অর্জন: ব্রাজিল(সংগঠক দেশ), স্পেন, বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, ইংল্যান্ড, রাশিয়া, বসনিয়া-হার্জিগোভিনা, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, আর্জেন্তিনা, কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, কোস্তা রিকা, হন্ডুরাস, মার্কিন যুক্তরাষ্ট্র। |
|
পুরনো খবর: ব্রাজিল বিশ্বকাপে এখনও অনিশ্চিত মহাপঞ্চরথী |
|
|
|
|
|