টিকিট পেল আরও চার দেশ
ব্রাজিল বিশ্বকাপে এখনও অনিশ্চিত মহাপঞ্চরথী
ত্রিশের মধ্যে চোদ্দো দেশ পাকা। যার মধ্যে পুজোর ভেতরই জার্মানির মতো মেগা টিমের পাশাপাশি বেলজিয়াম, কলম্বিয়া আর সুইৎজারল্যান্ড ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে। কিন্তু বিশ্বকাপ এক বছরও আর দূরে নেই, তবু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, ব্রাজিলে দেখতে পাওয়া যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুই সুয়ারেজ, জ্লাটান ইব্রাহিমোভিচ, লুকা মদরিচ, ফ্রাঙ্ক রিবেরি, স্যামুয়েল এটো-র মতো বিশ্ব ফুটবলের মহা পঞ্চরথীকে! কারণ এঁদের দেশ নিজেদের প্রি ওয়ার্ল্ড কাপের গ্রুপে বিপজ্জনক জায়গায়। রোনাল্ডোর পর্তুগাল, সুয়ারেজের উরুগুয়ে, ইব্রার সুইডেন, মদরিচের ক্রোয়েশিয়া, রিবেরির ফ্রান্স, এটোর ক্যামেরুনের বিশ্বকাপ-ভাগ্য সরু সুতোয় ঝুলছে।
তবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার গ্যারেথ বেল-কে যে ঘরে বসেই ব্রাজিল বিশ্বকাপ দেখতে হবে সেটা এখনই বলে দেওয়া যায়। রেকর্ড অর্থে টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেল-এর দেশ ওয়েলসের ২০১৪ বিশ্বকাপের টিকিট পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই।
ভূপতিত রোনাল্ডো। ঘোর অনিশ্চিত তাঁর দেশের মূলপর্বে খেলাও। ছবি: এএফপি
রিয়ালে বেলের সতীর্থ রোনাল্ডোর দেশ পর্তুগালের অবস্থানও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বেশ খারাপ। শেষ ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ হারিয়ে রাশিয়া এই গ্রুপে শীর্ষে। অন্য দিকে, রোনাল্ডোর গোলে পর্তুগাল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে ইজরায়েলের সঙ্গে। এখনও রোনাল্ডোরা দ্বিতীয় স্থানে। পার্থক্য তিন পয়েন্টের। গ্রুপের শেষ ম্যাচে আজারবাইজানের কাছে রাশিয়া হারলে এবং পর্তুগাল শুধু লুক্সেমবার্গকে হারানোই নয়, পাশাপাশি সাত গোলের ব্যবধান মুছতে পারলে তবেই গ্রুপে এক নম্বর হয়ে বিশ্বকাপে যাবেন রোনাল্ডোরা। নইলে দ্বিতীয় হয়ে প্লে-অফ খেলতে হবে। এবং সেটার সম্ভাবনাই বেশি। কিন্তু সেখানেও রোনাল্ডোদের লড়তে হতে পারে রিবেরির ফ্রান্সের মতো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। ফলে রোনাল্ডো আর রিবেরির মধ্যে যে কোনও একজন মহাতারকার ব্রাজিলে যাওয়া আটকে যেতেই পারে।
সুয়ারেজের উরুগুয়ে ব্রাজিল বিশ্বকাপে না থাকলে সেটাকে জেমস বন্ডের সিনেমায় খলনায়ক না থাকার মতোই মনে করা হবে! লাতিন আমেরিকা গ্রুপ থেকে চারটি দেশ বিশ্বকাপে যাবে। পঞ্চম দেশটি প্লে অফ খেলবে এশিয়ার গ্রুপের পাঁচ নম্বর দেশের সঙ্গে। সেক্ষেত্রে উরুগুয়ের প্রবল সম্ভাবনা জর্ডনের সঙ্গে প্লে অফ খেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার। কিন্তু একটা খচখচানি তো থাকছেই সুয়ারেজদের।
ইউরোপ থেকে আরও চারটি দেশ ব্রাজিলে যাবে। রাশিয়া ছাড়াও এগিয়ে স্পেন, ইংল্যান্ড। ঠিক ততটাই পিছিয়ে ইব্রার সুইডেন, মদরিচের ক্রোয়েশিয়া। দু’দেশকেই এখন প্লে-অফের দেওয়াল টপকাতে হবেই ধরে নেওয়া হচ্ছে। এটোর ক্যামেরুন তিউনিশিয়ার সঙ্গে ঘরের মাঠে ড্র করার পর প্রবল চাপের মধ্যে ফিরতি ম্যাচে নামছে। এই যোগ্যতা অর্জনকারী ম্যাচের উপরই এটোর ব্রাজিল যাওয়া নির্ভরশীল বলে ভাবছে ফুটবলমহল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.